Home Image: 
বাঁশ দিয়ে তৈরি বিস্কিট, নিজে খেয়ে লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Domain: 
Bengali
Section: 
Home Title: 

বাঁশ দিয়ে তৈরি বিস্কিট, নিজে খেয়ে লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

English Title: 
Biplab Deb launces bamboo cookies
Slide Photos: 

শুক্রবার বাঁশের কুকিজ লঞ্চ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

আদিবাসীদের মধ্যে বাঁশের এই অংশ খাওয়ার চল রয়েছে। বাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান অভিনব কান্ত জানান, মুলি বাঁশ খেতে মিষ্টি। সেই অংশ দিয়েই তৈরি কুকিজ। 

মুলি বাঁশের সঙ্গে ময়দা মিশিয়ে তৈরি হয়েছে সুস্বাদু বিস্কিট।                    

গোটা দেশে বাঁশের খাদ্যগুণ নিয়ে চলছে চর্চা। বাঁশের নরম অংশ প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ। ফ্যাটের পরিমাণও কম। এর পাশাপাশি থাকে পরিমিতমাত্রায় ডায়েটারি ফাইবার।  

মৌপিয়া নন্দী: মুলি বাঁশের খাদ্যগুণ মাথায় রেখে এবার বাঁশের কুকিজ বানাল আগরতলার বাম্বু অ্যান্ড কেন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। কচি বাঁশের যে অংশ খাওয়ার যোগ্য তা দিয়ে বানানো হয়েছে বিস্কিট। শুক্রবার, বাঁশ দিবসে আর ওই বিস্কিট লঞ্চ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 

Publish Later: 
No
Publish At: 
Friday, September 18, 2020 - 23:28
Mobile Title: 
বাঁশ দিয়ে তৈরি বিস্কিট, নিজে খেয়ে লঞ্চ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Facebook Instant Gallery Article: 
No