পৃথিবীর একমাত্র জায়গা যার এখনও কোনও দাবিদার নেই

Mar 03, 2018, 13:22 PM IST
1/11

Bir_1

Bir_1

হ্যাঁ। সুদূর আফ্রিকায় প্রায় দু'হাজার বর্গ কিলোমিটার জুড়ে বির তাউইল নামে জায়গার এখনও কোনও দাবিদার নেই। এই জায়গাটি কোনও দেশের সঙ্গেও যুক্ত নয়।

2/11

Bir_2

Bir_2

মিশর এবং সুদান সীমান্তের মধ্যে অবস্থিত বির তাউইল। পাহাড়-পর্বতে ঘেরা পাথুরে মাটি। কোনও রাস্তা নেই। জনপদের চিহ্নমাত্র নেই।

3/11

Bir_3

Bir_3

কিন্তু কেন এই এলাকাটিকে এখনও দখল করেনি কোনও দেশ?

4/11

Bir_4

Bir_4

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের মতো শক্তিধর রাষ্ট্রগুলি যখন সূচাগ্র মেদিনীর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে এই এলাকাটিকে কেউ নিতে চাইছে না।

5/11

Bir_5

Bir_5

বিশেষজ্ঞদের মতে, এই এলাকাটি কোনওভাবেই উর্বর নয়। খনিজ সম্পদও নেই বললেই চলে। পাথুরে, ক্ষরাপ্রবণ এলাকায় বিনিয়োগ করতে আগ্রহী নয় কোনও দেশই।

6/11

Bir_6

Bir_6

উল্টো দিকে ঠিক তার পাশেই হালা'ইব নামে আরও একটি জায়গাকে দখল করা নিয়ে মিশর এবং সুদানের মধ্যে আকচা আকচি চলছে।

7/11

Bir_7

Bir_7

হালা'ইব জায়গাটিও রুক্ষ্ম, পাথুরে। কিন্তু লোহিত সাগরের তীরে অবস্থিত হওয়ায় বির তাউইলের থেকে অনেক বেশি মূল্যবান। তাই হামলেও পড়েছে ওই দুই দেশ।

8/11

Bir_8

Bir_8

বির তাউইলে কোনও পর্যটক এলে তারাই দাবি করে এলাকাটির।

9/11

Bir_9

Bir_9

রাশিয়ার কয়েক জন এখানে এসে সে দেশের পতাকা পুঁতে দিয়ে যায়।

10/11

Bir_10

Bir_10

 মার্কিন এক পরিবারও বির তাউইলে এসে তাদের দেশের পতাকা পুঁতে দিয়ে যায়।

11/11

Bir_11

Bir_11

সুয়াস দীক্ষিত নামে এক ভারতীয় ব্যবসায়ীও তাঁর নিজের তৈরি একটি ধ্বজা পুঁতে আসেন।