Home Image: 
জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা
Domain: 
Bengali
Home Title: 

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

English Title: 
Birthday Gift: A shoe made of flowers! That's what Rhea Kapoor gifted Sonam Kapoor's hubby Anand Ahuja
Slide Photos: 
জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

হাবি আনন্দ আহুজার জন্মদিনে তাঁর সঙ্গে বিশেষ ছবিও পোস্ট করেছেন অনিল কন্যা সোনম কাপুর।

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

আনন্দ  আহুজার দিল্লির বাড়িতেই তাঁর জন্মদিনের সেলিব্রেশন হয়েছে বলে জানা যাচ্ছে।

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

হাবি আনন্দের জন্মদিনে এদিন সর্বক্ষণ তাঁর সঙ্গেই ছিলেন সোনম কাপুর

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

নতুন জামাই আনন্দ আহুজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুরও। তিনিও তাঁর সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেছেন। 

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

আনন্দ আহুজা বাস্কেটবল খেলতে ভালোবাসেন তাই তাঁর জন্মদিনের কেকটাও সেভাবে বানানো হয়েছে।

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

এত বড় জুতো দেখে চক্ষু চরকগাছ আনন্দের। আসলে আনন্দ আহুজার অত্যন্ত পছন্দের জিনিস হয় স্নিকার। দেশের সবথেকে বড় স্নিকার স্টোরের মালিক তিনি। তাই তাঁর সঙ্গে শ্যালিকা রেহা এমন মজা করেছেন বোঝাই যাচ্ছে।

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

তবে শোনা যাচ্ছে আনন্দের জন্মদিনে আসল চমকটা দিয়েছেন তাঁ শ্যালিকা অর্থাৎ অনিল কাপুরের ছোট কন্যা রেহা কাপুর। জন্মদিনের উপহার হিসাবে একটা জুতো পাঠিয়ে দিয়েছেন তাঁকে।

জন্মদিনে ভগ্নিপতিকে জুতো পাঠালেন অনিল কন্যা রেহা

গত ৮ মে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। তার ঠিক পরপরই লন্ডনে শ্যালিকা রেহা কপুরকে নিয় সোনমের জন্মদিন সেলিব্রেট করেছিলেন আনন্দ। আর এবার আনন্দ আহুজার জন্মদিন তাই সেলিব্রেট করার পালা সোনমের।