বিসর্জনে কড়াকড়ি ঘাটে ঘাটে, স্পিডবোট থেকেই চলবে নজরদারি

Oct 26, 2020, 11:16 AM IST
1/5

কোভিড আবহে পুজো ছিল একেবারে অন্যরকম। শুরু থেকে শেষ পর্যন্ত ছিল হাজারও বিধিনিষেধ। বিসর্জনেও রয়েছে হাজারও কড়াকড়ি। 

2/5

বাঙালির শারদোৎসবের শেষ বেলা। দশমীর চেনা মেজাজ এবার ফিকে।

3/5

গঙ্গার ঘাটে চোখে পড়বে না চেনা ভিড়। করোনা বিধি  মেনে তবেই প্রতিমা বিসর্জন করতে পারবেন সকলে।

4/5

কোভিডে নিষিদ্ধ সিঁদুর খেলাও। বিসর্জনের জমায়েতে কড়াকড়ি রয়েছে।

5/5

 মহানগরের ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা থাকছে। স্পিডবোট থেকে নজরদারী চলবে, মাস্ক পরেই ঠাকুর নিরঞ্জন হবে।