Sajal Ghosh | Assembly Byelection: বড় রোড শো নয়, বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোড় সজল ঘোষের

প্রাক্তন তৃণমূল নেতা তাপস রায় দল ছেড়েছেন। ছেড়েছেন বিধায়ক পদ। সেই জায়গায় উপ নির্বাচন হবে বরাহনগরে। এই উপ নির্বাচনে বিজেপি-র প্রার্থী সজল ঘোষ। তাঁর বিপক্ষে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। 

Apr 04, 2024, 10:08 AM IST
1/5

ঘরে ঘরে প্রচারে সজল ঘোষ

ঘরে ঘরে প্রচারে সজল ঘোষ

অয়ন ঘোষাল: বড় রোড শো নয়। বাড়ি বাড়ি ঘুরে বেশি মানুষের কাছে পৌঁছানো। এই ভাবেই প্রচার বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষের।  

2/5

ভালো না লাগলে পালটে দেওয়ার আর্জি

ভালো না লাগলে পালটে দেওয়ার আর্জি

এটা উপ নির্বাচন। মাত্র ২ বছরের জন্য সুযোগ দিন। যদি কাজ ভালো না লাগে, দু'বছর পর পাল্টে দেবেন। 

3/5

টবিন রোডে প্রচারে সজল ঘোষ

টবিন রোডে প্রচারে সজল ঘোষ

এভাবেই টবিন রোডের আবাসনে মোট ১৫ টি বিল্ডিংয়ের প্রতিটি ফ্ল্যাটের দোরগোড়ায় পৌঁছে প্রচার সজল ঘোষের। 

4/5

লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে

লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ে বিরুদ্ধে

লড়াই কোনো অভিনেত্রীর বিরুদ্ধে নয়। লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ ২০২১ এর বিধানসভার ভোটের আগে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, রাজ্যের ২৯৪ টি আসনে তিনিই মুখ, তিনিই প্রার্থী।

5/5

লড়াই দুর্নীতির সঙ্গে

লড়াই দুর্নীতির সঙ্গে

তাই লড়াই কোনও মুখোশের সঙ্গে নয়। মুখের সঙ্গে। লড়াই শেখ শাহাজাহান বা বালু মল্লিক বা পার্থ চ্যাটার্জির দুর্নীতির সঙ্গে।