জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রাজিলের আলাগোয়াস রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। গতকাল, রবিবার ব্রাজিলের আলাগোয়াস রাজ্যের ইউনিয়াও দোস পালমারেস শহরের কাছে দুর্গম এক পার্বত্যসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

Home Image: 
Deadly Bus Accident: ভয়ংকর! যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল খাদে, মৃত্যুর মিছিল; কান্না, হাহাকার...
Domain: 
Bengali
Home Title: 

ভয়ংকর! যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল খাদে, মৃত্যুর মিছিল; কান্না, হাহাকার...

English Title: 
Bus accident 23 death people died when the bus in Alagoas Brazil dived into a ravine
Slide Photos: 

দুর্ঘটনার পরে তিন দিনের শোক ঘোষণা করেছেন আলাগোয়াস রাজ্যের গভর্নর পাউলো দান্তাস।

ব্রাজিলের বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে বাসে থাকা আরও অনেকেই আহত হয়েছেন। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এক অন্তঃসত্ত্বা মহিলাকে। পরে তিনি মারা যান।

ঘটনাস্থলেই ২২ জনের দেহ উদ্ধার। ফলে ২২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন উদ্ধারকারীরা।

এক বিবৃতিতে ব্রাজিলের আলাগোয়াসের রাজ্য সরকার জানিয়েছে, পার্বত্য সড়ক থেকে বাসটি খাদে পড়ে যায়। প্রায় ৭০ ফুট নীচে!

Authored By: 
Soumitra Sen
Publish Later: 
No
Publish At: 
Monday, November 25, 2024 - 12:37
Mobile Title: 
ভয়ংকর! যাত্রীবোঝাই বাস গিয়ে পড়ল খাদে, মৃত্যুর মিছিল; কান্না, হাহাকার...
Facebook Instant Gallery Article: 
No