Sandip Ghosh | R G Kar Case: ধর্ষণ-খুনের তদন্তে 'সত্যি' জানতে সন্দীপকে নিয়ে 'বড় সিদ্ধান্ত' সিবিআই-এর! আবেদন আদালতে...

R G Kar Case: পলিগ্রাফ টেস্টের সময় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দাবি করেছিল যে, সে নাকি খুন করেনি! সে নাকি গিয়ে দেখে যে, ডাক্তারের রক্তমাখা দেহ পড়ে সেমিনার রুমে!

Sep 20, 2024, 15:48 PM IST
1/6

সন্দীপের নারকো, অভিজিতের পলিগ্রাফ?

Sandip Ghosh Narco Analysis Test

পিয়ালি মিত্র: আরজি কর ধর্ষণ-খুন ঘটনার তদন্তে আরও গভীরে যেতে এবার সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সিবিআই। একইসঙ্গে ধর্ষণ-খুন মামলায় ধৃত সাসপেন্ডেড টালা থানার ওসি অভিজিত্‍ মণ্ডলকে নিয়েও বড় সিদ্ধান্ত সিবিআই-এর।  

2/6

সন্দীপের নারকো, অভিজিতের পলিগ্রাফ?

Sandip Ghosh Narco Analysis Test

এবার সন্দীপ ঘোষের নার্কো টেস্ট করাতে চায় সিবিআই। সন্দীপ ঘোষের নারকো আজই আদালতে আবেদন জানাতে চলেছে সিবিআই। পাশাপাশি অভিজিৎ মন্ডলের জন্য পলিগ্রাফ টেস্টের জন্যও আবেদন করবে সিবিআই।  

3/6

সন্দীপের নারকো, অভিজিতের পলিগ্রাফ?

Sandip Ghosh Narco Analysis Test

প্রসঙ্গত, ট্রেইনি ডাক্তার ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ে পলিগ্রাফ টেস্ট হলেও, নারকো টেস্ট হয়নি। কারণ নারকো টেস্টের অনুমতি দিতে অস্বীকার করে সঞ্জয় রায়। সেই সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে সম্মতি দেয়নি আদালতও।  

4/6

সন্দীপের নারকো, অভিজিতের পলিগ্রাফ?

Sandip Ghosh Narco Analysis Test

উল্লেখ্য, একাধিক রায়ে উল্লেখ আছে নারকো টেস্ট সংবিধান বিরোধী। এটা একজন নাগরিকের ফান্ডামেন্টাল অধিকারের বিরুদ্ধে। তাই ব্যক্তি অনুমতি না দিলে সম্মতি দিতে পারে না আদালতও।   

5/6

সন্দীপের নারকো, অভিজিতের পলিগ্রাফ?

Sandip Ghosh Narco Analysis Test

ওদিকে ৪৮ ঘণ্টা হেফাজতে থাকায় নিয়ম অনুযায়ী ওসি অভিজিত্‍ মণ্ডলকে সাসপেন্ড করেছে লালবাজার। ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হয়েছে সন্দীপ ঘোষেরও।   

6/6

সন্দীপের নারকো, অভিজিতের পলিগ্রাফ?

Sandip Ghosh Narco Analysis Test

গত শনিবার আরজি কর খুন ও ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষের সঙ্গেই অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট ও ইচ্ছাকৃতভাবে দেরিতে এফআইআর করার অভিযোগ।