ম্যানহোল পরিষ্কার করে দেবে রোবট! দেশকে নতুন দিশা দেখাল কোয়েম্বাত্তুর কর্পোরেশন

Nov 22, 2019, 13:23 PM IST
1/5

ম্যানহোল পরিষ্কারে রোবট

ম্যানহোল পরিষ্কারে রোবট

ম্যানহোল পরিষ্কারের জন্য মানুষকে কাজে লাগানো যাবে না। সুপ্রিম কোর্টের এই আদেশ বহুদিনের। কিন্তু সারা দেশে ম্যানহোল পরিষ্কারের কাজ করেন অসংখ্য মানুষ। কারণ, মানুষের বদলে কে-ই বা ম্যানহোল পরিষ্কার করবে!

2/5

ম্যানহোল পরিষ্কারে রোবট

ম্যানহোল পরিষ্কারে রোবট

দেশকে নতুন দিশা দেখাল কোয়েম্বাত্তুর সিটি কর্পোরেশন। এবার ম্যানহোল পরিষ্কারের জন্য রোবট আনল তারা। 

3/5

ম্যানহোল পরিষ্কারে রোবট

ম্যানহোল পরিষ্কারে রোবট

তিরুবনন্তপূরমের পাঁচ জন এই রোবট তৈরি করেছেন। ম্যানহোলে নেমে কাজ করার ক্ষেত্রে প্রাণসংশয়ের ঝুঁকি থাকে। তা ছাড়া দিনের পর দিন এই কাজ করলে শারীরিক ক্ষতির সম্ভাবনাও প্রবল। এবার রোবটের মাধ্যমে এই কাজ করালে মানুষের প্রাণের ঝুঁকি আর থাকবে না। 

4/5

ম্যানহোল পরিষ্কারে রোবট

ম্যানহোল পরিষ্কারে রোবট

যদিও রোবটের মাধ্যমে ম্যানহোল পরিষ্কার করালে দেশজুড়ে বেশ কিছু মানুষের কাজ হারানোর সম্ভাবনা থেকেই যায়। তবে এক্ষেত্রে নিরাপত্তা ও মানবাধিকারের প্রসঙ্গ সবার আগে বলে জানিয়েছে প্রশাসন। 

5/5

ম্যানহোল পরিষ্কারে রোবট

ম্যানহোল পরিষ্কারে রোবট

রোবটে সেনসর থাকবে। বিষাক্ত গ্যাস শনাক্ত করার সবরকম বন্দোবস্ত থাকবে। তা ছাড়া রোবটের মাধ্যমেই ম্যানহোলের যাবতীয় নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ করা সম্ভব হবে বলে জানিয়েছে কোয়েমাত্তুর কর্পোরেশন।