LPG Gas Cylinder Price: হু হু করে পড়ল গ্যাসের দাম! বড় সুখবর, এক ধাক্কায় কমল...

LPG Gas Cylinder Price: শেষমেশ কমল রান্নার গ্যাসের দাম। জানুয়ারিতে আগেই কমেছিল কিছুটা। এবার ফের কমল দাম। যদিও বাজেটের আগেই আসে এই সুখবর। 

Feb 01, 2025, 17:51 PM IST
1/6

রান্নার গ্যাস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু বাজেট পেশ করার আগেই কমল বাণিজ্যিক গ্যাসের দাম।   

2/6

সুখবর

সুখবর অনেকেরই জন্য। একলাফে ৭ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। জানা গিয়েছে, সিলিন্ডার পিছু ৭ টাকা গ্যাসের দাম কমেছে।

3/6

দাম কমেছিল

যদিও ডিসেম্বর মাসেই ৬২ টাকা বেড়েছিল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। যদিও বছরের শুরুতেই দাম কমেছিল। 

4/6

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১,৭৪৯.৫ টাকা। জানুয়ারিতে সেটা ১,৭৫৬ টাকা ছিল। আবার জানুয়ারিতে চেন্নাইয়ে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৬৬ টাকা। সেটা ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকায় ঠেকেছে। 

5/6

জানুয়ারি মাস

জানুয়ারি মাসে ১৪.৫০ টাকা কমেছিল প্রত্যেক সিলিন্ডারের দাম। এবার ফেব্রুয়ারি মাসে সিলিন্ডারের দাম আরও ৭ টাকা কমল।  

6/6

বাণিজ্যিক গ্যাস

কলকাতায় সেটা ১৯০৭ টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থদের ব্যবহৃত ডোমেস্টিক এলপিজি  দাম অপরিবর্তিত রয়েছে।