T20 World Cup: জেনে নিন কোন ভেন্যুতে বসতে পারেন কত দর্শক

Oct 26, 2021, 17:09 PM IST
1/5

জেনে নিন কোন ভেন্যুতে বসতে পারেন কত দর্শক

Complete list of T20 World Cup 2021 venues

নিজস্ব প্রতিবেদন: এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। কিন্তু করোনা আবহে টুর্নামেন্ট ভারত থেকে স্থানান্তরিত হয়েছে মরুদেশে। গত জুলাইয়ে মাসকাটে টি-২০ বিশ্বকাপের ড্র ঘোষণা হয়ে গিয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও এবার খেলা হচ্ছে ওমানে। ক্রিকেটের শো-পিস ইভেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে মোট চারটি ভেন্যু। ছবিতে দেখুন বিশ্বকাপের সবকটি ভেন্যু। জেনে নিন কোন মাঠে কটি করে ম্যাচ হবে। কোভিডের কথা মাথায় রেখে ৭০ শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।   

2/5

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Dubai International Cricket Stadium

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধন হয়েছিল ২০০৯ সালে। প্রথমবার সে বছর এপ্রিলে খেলছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আইপিএলের দ্বিতীয় ভাগে এই মাঠে খেলা হয়েছে। এবার টি-২০ বিশ্বকাপের ১৩টি ম্যাচ রয়েছে এখানে। ২৫ হাজার দর্শক এক সঙ্গে বসে খেলা উপভোগ করতে পারেন।

3/5

আল আমেরাট স্টেডিয়াম

Al Amerat Stadium

এই প্রথম ওমানে বিশ্বকাপের আয়োজন হচ্ছে। ওমান ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডই পরিচিত আল আমেরাট স্টেডিয়াম নামে। গ্রুপ পর্যায়ের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৩০০০ আসন বিশিষ্ট স্টেডিয়ামে

4/5

শারজা ক্রিকেট স্টেডিয়াম

The Sharjah Cricket Stadium

এশিয়া মহাদেশের অন্যতম বিখ্যাত এই স্টেডিয়াম। ১৯৮২ সালে পথ চলা শুরু করে শারজা স্টেডিয়াম। এই মাঠের নাম বললেই চোখের সামনে ভেসে ওঠে ৯৮ সালে শারজা কাপে সচিন তেন্ডুলকরের 'মরুঝড়'। ১৬ হাজার দর্শক এখানে খেলা দেখতে পারেন। মোট ১১টি ম্যাচ রয়েছে এখানে।

5/5

শেখ জায়েদ স্টেডিয়াম

Sheikh Zayed Stadium

আইপিএলের সৌজন্যে শেখ জায়েদ স্টেডিয়াম এখন ক্রিকেট ফ্যানেদের চেনা। মোট ২০ হাজার দর্শকের জায়গা রয়েছে আবু ধাবির এই মাঠে। সেমি-ফাইনাল নিয়ে মোট ১৫টি ম্যাচ রয়েছে এখানে।