Home Image: 
টানা তিনদিন দেশে করোনার লম্বা লাফ! গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক
Domain: 
Bengali
Section: 
Home Title: 

টানা তিনদিন দেশে করোনার লম্বা লাফ! গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক

English Title: 
coronavirus-india-cases-spike-of-97570-in-last-24-hours
Slide Photos: 

প্রায় দশ লাখ করোনা আক্রান্ত রোগী এখনো চিকিত্সাধীন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, করোনা থেকে সেরে ওঠার হার এখন ৭৭.৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১২০১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৭৭৪৭২ জন মারা গিয়েছেন।

দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ লাখ ৫৯ হাজাার। এখনও পর্যন্ত ৩৬ লাখ ২৪ হাজার মানুষ সেরেও উঠেছেন। যা কি না সুখবর।

টানা তিনদিন ধরে রোজই ৯৫ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। যা কি না উদ্বেগজনক।

টানা তিনদিন দেশে করোনার লম্বা লাফ অব্যাহত দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭,৫৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Publish Later: 
No
Publish At: 
Saturday, September 12, 2020 - 11:16
Mobile Title: 
টানা তিনদিন দেশে করোনার লম্বা লাফ! গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক
Facebook Instant Gallery Article: 
No