সামনে আরও ভয়ঙ্কর দিন, দুনিয়ার ১০ জনের ১ জন সম্ভবত করোনা আক্রান্ত, হুঁশিয়ারি WHO-র

Oct 06, 2020, 00:05 AM IST
1/5

দুনিয়াজুড়ে করোনার দাপটের মধ্যেই আতঙ্কের কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার হু জানিয়েছে করোনা আক্রান্তের যে হিসেব পাওয়া যাচ্ছে, বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা তার থেকে অনেক বেশি।

2/5

সোমবার হু জানিয়েছে, সামনে আরও ভয়ঙ্কর দিন আসছে। মোটামুটি একটা হিসেব ধরলে দুনিয়ার ১০ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত হতে পারেন।

3/5

সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, শহর ও গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা কমবেশি হতে পারে কিন্তু একটা বিষয় নিশ্চিত দুনিয়ার একটি বিরাট সংখ্যক মানুষের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।  

4/5

রায়ান আরও বলেন, দক্ষিণ পূর্ব এসিয়ায় সংক্রমণ শুরু হলেও ইউরোপে মৃত্যু বেশি। আফ্রিকায় পরিস্থিতি তুলনামূলক ভালো।

5/5

রায়ানের কথায়, দুনিয়ার বিভিন্ন প্রান্তে এখনও ছড়াচ্ছে করোনা ভাইরাস। সামনে আরও খারাপ দিন আসছে।