‘দেশে মাত্র .৩৩ শতাংশ করোনা রোগী রয়েছেন ভেন্টিলেশনে, ২.৩৪ শতাংশ আইসিইউতে’

Apr 29, 2020, 20:29 PM IST
1/6

1

1

দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০০৮-এ। সক্রিয় আক্রান্ত ২২,৯৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭,৭৯৬ জন। এর মধ্যেই আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা হর্ষবর্ধন।

2/6

2

2

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে মাত্র .৩৩ শতাংশ করোনা রোগী ভেন্টিলেশনে রয়েছেন। ২.৩৪ শতাংশ রোগী রয়েছেন আইসিইউতে এবং ১.৫ শতাংশ রোগীকে রাখা হয়েছে অক্সিজেন দিয়ে।

3/6

3

3

এদিকে, মহারাষ্ট্রে করোনা সংক্রমণের পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮,৫০০ ছাড়িয়েছে।

4/6

4

4

গুজরাটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৪৮।

5/6

5

5

মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২৫০০ করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। ইন্দোরেই মারা গিয়েছেন ৬৫ জন। ভোপালে মৃত্যু হয়েছে ১৪ জনের।

6/6

6

6

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যুর সংখ্যা ২৭। বুধবারই করোনা পজিটিভ হয়েছেন ১০৪ জন।১২১০ জনকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২২।