দেশের ৫ মহানগরের করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, সতর্ক করল কেন্দ্র

Apr 20, 2020, 15:46 PM IST
1/5

1

1

মুম্বই, পুনে, ইন্দোর, জয়পুর ও কলকাতার করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। জানিয়ে দিল কেন্দ্র। লকডাউন ঠিকমতো না মানার ফলে এইসব এলাকায় সংক্রমণ দ্রুত বাড়ছে।

2/5

2

2

কলকাতা ছাড়াও কেন্দ্রের তালিকায় রয়েছে হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযাগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

3/5

3

3

দেশে ইতিমধ্যেই করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩। আক্রান্ত ১৭,২৬৫।

4/5

4

4

শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪২০৩-এ। এর মধ্য মৃত্যু হয়েছে ২০৩ জনের। মধ্যপ্রদেশে আক্রান্ত ১৪০৭। মৃত ৭০ জন।

5/5

5

5

পশ্চিমবঙ্গে আক্রান্ত ৩৩৯, মৃত্যু হয়েছে ১২ জনের।রাজস্থানে ১৪৭৮ জনের করোনা ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৪ জনের।