Paytm- এ নতুন ফিচার, এখন থেকে বুক করা যাবে ভ্যাকসিনেশন স্লট
Jun 14, 2021, 19:39 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: Paytm লঞ্চ করল নতুন ফিচার। যার মাধ্যমে বুক করা যাবে ভ্যাকসিন এর স্লট। আপনার বাড়ির কাছে নিকটবর্তী কোন স্থানে ভ্যাক্সিনেশন কর্মসূচি চলছে সেই স্থানের খোঁজ এবং সেখানে বুক করার সুবিধা দিচ্ছে পেটিএম।
2/5
এখন থেকে বিনামূল্যে ও টাকা দিয়ে ভ্যাকসিনের স্লট বুক করতে পারবেন পেটিএম মারফত।
photos
TRENDING NOW
3/5
মে মাসেই পেটিএম লঞ্চ করেছে vaccine finder feature। এবার সেখানেই সংযুক্ত হলো এমন একটি ফিচার যার মাধ্যমে আপনি কোন কোন জায়গায় ভ্যাকসিন পাবেন এবং তার দাম কত এবং কোথায় ফাঁকা আছে স্লট, যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
4/5
অ্যাপের মধ্যে এই নতুন স্লট বুকিং ফিচার ইতিমধ্যে এসে গেছে। দেশের একাধিক ইউজার এই ফিচার ব্যবহার করা শুরু করেছে।
5/5
পেটিএমে মুখপাত্র জানিয়েছেন, বহু ভারতীয় ব্যবহার করেন পেটিএম। সেই মারফত ভ্যাক্সিনেশন স্লট বুক করতে পারলে তা খুবই সুবিধা দেবে বলে মনে করছি আমরা।