Covid New Symtomps: করোনা ডেল্টা প্রজাতিতে সংক্রমণ ঘটলে কানে শুনতে পাচ্ছেন না রোগীরা!

Jun 09, 2021, 19:50 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ডেল্টা প্রজাতির সংক্রমণে দেখা দিয়েছে নয়া উপসর্গ।  শ্রবণ ক্ষমতা থেকে শুরু করে গ্যাস্ট্রিক এবং রক্ত জমাটের মতো একাধিক অচেনা উপসর্গ নতুন করে  দেখা দিয়েছে। যা নিয়ে চিন্তায় চিকিৎসকমহল। 

2/5

 ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে কিছু রোগীর মধ্যে এ ধরেনর উপসর্গ দেখা দিয়েছিল। তবে সেই সময় বিষয়টি যে করোনার কারণেই ঘটছে , সেদিকটা ভেবে দেখা হয়নি। পরবর্তীকালে দেখা গিয়েছে এই উপসর্গ ক্রমশ প্রকট হচ্ছে।

3/5

ডেল্টা বা বি.১.৬১৭.২ প্রজাতি আরও কত সমস্যার জন্য দায়ি থাকতে পারে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে। এতদিন যে যে সমস্যা দেখ দিচ্ছিল, তার পাশাপাশি আরও একাধিক উপসর্গ সাম্প্রতিককালে দেখা দিচ্ছে। 

4/5

রক্ত জমাট বেঁধে গিয়ে গ্যাংরিন হয়ে যাওয়া, কানে শুনতে না পাওয়া, খেতে ইচ্ছা না করা, গায়ে ব্যথার মতো উপসর্গ দেখা গিয়েছে ভারতীয়দের একাংশের শরীরে। 

5/5

বেশ কিছু রোগী কানের চিকিৎসা করাতে গিয়ে জানতে পেরেছেন তাঁরা করোনা আক্রান্ত। আবার অনেকে গলায় ফোলা ভাব ও টন্সিলের সমস্যা দূর করতে গিয়ে জানতে পেরেছেন করোনায় আক্রান্ত তিনি, তাই এই সমস্যা। নয়া উপসর্গ নিয়ে ইতিমধ্যে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে গবেষকের দল।