1/10
2/10
জোটপ্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল বলেন, "জনগণের চোখমুখে এবার বদলের সাড়া দেখছি। ইশারা পাচ্ছি। মানুষ বদল চাইছে।" তিনি আরও বলেন, "চাচার হেরে যাওয়া খড়্গপুরবাসী ভালোভাবে নেয়নি। চাচার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়েই মানুষ এবার ভোট দেবে।" অভিযোগ করেন, "তৃণমূল-বিজেপি সমঝোতা চলছে। ওরা মাংস, টাকা বিলোচ্ছে। বেশ কিছু ওয়ার্ডে আজও হ্যান্ডবিল ও টাকা বিলির অভিযোগ পেয়েছি। সন্ত্রাস চলছে।" তবে 'চাচার গড়ে' তাঁরাই জিতবেন বলে আশাবাদী জোটপ্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল।
photos
TRENDING NOW
3/10
4/10
অন্যদিকে খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুঁড়ে খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার তোপ দেগেছেন, "গত ২ বার মানুষ দিলীপ ঘোষকে ভোট দিয়েছিলেন। কোনও কাজ করেননি। এই ২ বছরে অন্তত ১০০ বার বিধানসভায় বলার সুযোগ পেয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু, একবারের জন্যও খড়গপুরের কথা বলেননি। উনি ঝাড়গ্রামে থাকেন। বাইরের মানুষ। একবার ফ্লুকে জিতেছেন। আরেকবার মোদী হাওয়ায়। উনি খড়গপুরের মানুষের মনই বোঝেন না।"
5/10
6/10
7/10
8/10
9/10
10/10
photos