ঝড়ের তাণ্ডবে প্রায় তছনছ ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। রাজ্য সরকার জানিয়েছেন ফণির ধাক্কায় বিপুল ক্ষতি হয়েছে বিমানবন্দরের যন্ত্রপাতির। শুক্রবার ভুবনেশ্বর থেকে ৩৯টি উড়ান বাতিল করা হয়। শনিবার দুপুর ১টা নাগাদ বিমান পরিষেবা চালু হতে পারে বলে জানা যাচ্ছে।
2/5
S 4
সংবাদসংস্থা এএনআইয়ের ছবিতে দেখা যাচ্ছে বিমানবন্দরের নামের হোডিংও জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে।
photos
TRENDING NOW
3/5
S 3
ঝড়ের দাপটে বিমানবন্দরের ছাদ ও ভেতরে একাধিক জায়গা ভেঙে গিয়েছে।
4/5
S 2
বিমানবন্দরে ঢোকায় রাস্তায় হোডিংয়ের একাধিক কাঠামো ভেঙে পড়েছে। তা পে লোডার দিয়ে সরিয়ে ফেলা হয়।