'ফণি'র দুর্যোগের মধ্যে আত্মীয়দের খবর নিতে হেল্পলাইন চালু করল BSNL ও রেল

May 02, 2019, 15:11 PM IST
1/8

'ফণি'র ছোবল থেকে বাঁচতে প্রস্তুতিতে কোথাও কোনও খামতি রাখছে না প্রশাসন থেকে রেল।

2/8

পুরীর সৈকতের ধারের হোটেলগুলি পর্যটকরা যাতে অবিলম্বে খালি করে দেন, তারজন্য লাগাতার মাইকিং করা হচ্ছে।

3/8

পুরী থেকে ফেরার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের সেই ট্রেনগুলি ধরতে অনুরোধ করা হচ্ছে।

4/8

এদিন বেলা ৩টেয় ও ৬টায় দুটি পুরী থেকে হাওড়া শালিমার পর্যন্ত দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

5/8

যাত্রীদের সুবিধার্থে পথে খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝাড় রোড, ভদ্রক, বালেশ্বর, খড়গপুরে থামবে ট্রেনগুলি।

6/8

হাওড়া, খড়গপুর ও বালেশ্বরে হেল্পালাইন নাম্বার চালু করেছে বিএসএনএল ও রেল।

7/8

খড়গপুর জংশন- ডিজাস্টার ম্যানেজমেন্ট রুমে রেল (৬৩৫৩৫) ও বিএসএনএল (০৩২২২২২১৬৯৬), প্ল্যাটফর্মে  রেল (৬৩৯৫০) ও বিএসএনএল (০৩২২২২৫৫৭৫৮)  

8/8

বালেশ্বরে রেল (৬৪৯০৮/৯) ও বিএএসএনএল (০৬৭৮২২৬২৭৬), হাওড়ায় রেল (৪৫২৭১) ও বিএসএনএল (০৩৩২৬৪১২৯৭৫)