নিষেধাজ্ঞা অমান্য করে পাকিস্তানের ম্যাচ সম্প্রচার শুরু করল দেশের এক চ্যানেল

| Mar 13, 2019, 17:58 PM IST
1/5

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারতের কোনও চ্যানেলে পাকিস্তান সুপার লিগ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।  

2/5

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার ডাক দিয়েছে দেশবাসী। কিন্তু এমন সময় দেশের এক চ্যানেল নিষেধাজ্ঞা অমান্য করে পাকিস্তান প্রিমিয়র লিগ সম্প্রচার করল আবার।

3/5

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পুলওয়ামায় জঙ্গিহানার পর পিএসএল সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ডি স্পোর্টস। কিন্তু গত রবিবার থেকে তারা আবার পাকিস্তান সুপার লিগ সম্প্রচার শুরু করেছে। 

4/5

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

২৬টি ম্যাচ আরব আমিরশাহিতে হওয়ার পর ঘরের মাঠে ফিরেছে পিএসএল। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড হবে পাকিস্তানের মাটিতে। এর পরই রিলায়েন্স-এর তরফেও জানানো হয়, তারা আর পিএসএল সম্প্রচার করবে না।

5/5

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

পিএসএল-এর ম্যাচ সম্প্রচার শুরু করলে এক ভারতীয় চ্যানেল

গত রবিবার করাচিতে অনুষ্ঠিত মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের ম্যাচ সম্প্রচার করে ডি স্পোর্টস। প্রসঙ্গত, আগামী রবিবার পিএসএল ফাইনাল।