রাজনৈতিক স্বার্থে একটি মেয়ের বদনাম করছে, চৌরাস্তায় জুতোর মালা পরানো উচিত: দিলীপ
Oct 07, 2020, 17:21 PM IST
1/5
চায়ে পে চর্চা: শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির দাবি, আসা যাওয়া নিয়ে কোনও জল্পনা-কল্পনা ঠিক নয়। দলের দরজা সকলের জন্যই খোলা।
2/5
ছক কষেই মণীশ শুক্লাকে খুন করা হয়েছে। সিআইডি তদন্তে তাঁদের আস্থা নেই। তাই কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়েই হত্যাকাণ্ডের তদন্ত করা উচিত। দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
photos
TRENDING NOW
3/5
রাজনৈতিক স্বার্থে যারা একটি মেয়ের বদনাম করছে, তাদের চৌরাস্তায় দাঁড় করিয়ে গলায় জুতোর মালা পরানো উচিত। হাথরসকাণ্ডে তৃণমূল নেতাদের উত্তরপ্রদেশ যাওয়া নিয়ে কটাক্ষ বিজেপি রাজ্যসভাপতি দিলীপ ঘোষের।
4/5
আজ সকালে চা চক্র শেষে দলের কর্মী সমর্থকদের নিয়ে বেহালার ঘোলাষপুর রেল কলোনি থেকে এস এন রায় রোড পর্যন্ত মিছিল করেন দিলীপ ঘোষ।
5/5
সেখানেই সাংবাদিকদের সামনে ে নিয়ে একাধিক মন্তব্য় করেন তিনি