Colour Psychology: কারও প্রিয় রঙই বলে দেয় তিনি কেমন মানুষ! জানেন আপনার প্রিয়জনের রঙ-পছন্দ?
মনোবিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করে দেখেছেন, বিষয়টি মোটেই বিচ্ছিন্ন কোনও ব্যাপার নয়। রঙের পছন্দের মধ্যে দিয়েই প্রতিফলিত হয় সেই ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব, পছন্দ, মনোভাব, রুচি।
মানুষের রঙের পছন্দের নানা বৈচিত্র্য, নানা ধরন-ধারণ। দেখে স্বাভাবিক ভাবে মনে হওয়া সম্ভব যে, এই রঙ-পছন্দের বিষয়টা খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু তা নয়। মনোবিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করে দেখেছেন, বিষয়টি মোটেই বিচ্ছিন্ন কোনও ব্যাপার নয়। রঙের পছন্দের মধ্যে দিয়েই প্রতিফলিত হয় সেই ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব, পছন্দ, মনোভাব, রুচি।
1/6
বিশুদ্ধ
2/6
সংবেদনশীল
photos
TRENDING NOW
3/6
কল্পনাপ্রবণ
4/6
যুক্তিবাদী
5/6
শক্তির প্রতীক
যেমন লাল রঙ। বলা হয়, লাল রঙ শক্তির প্রতীক। যাঁরা লাল পছন্দ করেন তাঁরা অধিকাংশই বহির্মুখী, উদ্যমী এবং আশাবাদী ও আত্মবিশ্বাসী হন। বিশেষজ্ঞরা বলেন লাল রঙপ্রেমীরা একটু যুক্তিবাদী হন। মানসিক শক্তিও এঁদের বেশি। জীবনে ঝুঁকি নিতে পারে। লাল রঙ পছন্দকারী ব্যক্তিরা ইতিবাচকতার দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে থাকেন।
6/6
সবুজ রঙ
photos