Digha: দিঘার মুকুটে নতুন পালক! জগন্নাথমন্দিরের পরে সৈকতশহরে এবার শ্রীচৈতন্যকে কেন্দ্র করে...

Digha in the time of Christmas: রোজই শিরোনামে দিঘা। গতকালই জানা গিয়েছিল দিঘা নিয়ে একরাশ আপডেট। এবার এল নতুন দিঘা-আপডেট! কী?

| Nov 24, 2024, 15:15 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোজই শিরোনামে দিঘা। গতকালই জানা গিয়েছিল দিঘা নিয়ে একরাশ আপডেট। যেমন, দিঘায় বেড়াতে এসে বাড়তি ভাড়া ইত্যাদি-সহ যে নানা অসুবিধার সম্মুখীন হন পর্যটকেরা, সেগুলি এবার দূর করা হবে। ওদিকে মন্দারমনি জুড়ে হোটেলগুলি নিয়ে বিস্তর টানাপোড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলিতে পর্যটকদের ভিড় দিঘাতেই আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দিঘা প্রশাসন আগেভাগেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে, জানা গিয়েছিল তা-ও। এবার এল নতুন দিঘা-আপডেট! কী?

1/6

নতুন পালক

এবার পর্যটনশহর দিঘার মুকুটে নতুন পালক সংযোজন হতে চলেছে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

2/6

চৈতন্যদ্বার

প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। যা পর্যটকদের বিপুল ভাবে আকর্ষণ করবে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

3/6

দিঘা প্রবেশদ্বার

দিঘা প্রবেশদ্বারের মতো অনুরূপ একটি গেট, অর্থাৎ, এই চৈতন্যদ্বার তৈরি হতে চলেছে, মনে করা হচ্ছে, যা দিঘার মুকুটে এক নতুন পালক সংযোজন করতে চলেছে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

4/6

জগন্নাথমন্দিরের পাশে

জগন্নাথদেবের পাশাপাশি মাসির বাড়ি অর্থাৎ, জগন্নাথদেবের মন্দির-লাগোয়া প্রবেশপথের মুখেই এই সুবিশাল চৈতন্যদ্বার তৈরি হবে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

5/6

জগন্নাথ-চৈতন্য!

চৈতন্যদেবের নামাঙ্কিত এই প্রবেশদ্বারে জগন্নাথদেবের নানা কাহিনির পাশাপাশি অঙ্কিত ও লিখিত থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যও। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

6/6

শনিবার মাপজোক

এজন্য শনিবার মাপজোক করা হয়েছে। তিন-চারদিনের মধ্যে এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে জগন্নাথ মন্দিরের কাজ শেষ পর্যায়ে। জগন্নাথমন্দির সেই সঙ্গে চৈতন্যদ্বার-- একসঙ্গে অনেকগুলি বিষয় দিঘার মতো পর্যটনকেন্দ্রে দেখার সুযোগ পেতে চলেছেন পর্যটকেরা। (ছবি ও তথ্য: কিরণ মান্না)