মমতাও কংগ্রেসকে ধোঁকা দিয়ে আলাদা দল করেছেন, দাবি দিলীপ ঘোষের

Nov 16, 2022, 09:07 AM IST
1/6

গ্রেফতারির দাবি অভিষেকের

গ্রেফতারির দাবি অভিষেকের

দিলীপ ঘোষ বলেন, তদন্ত শেষ হোক। তারপর তো গ্রেফতারির প্রশ্ন। আমি তো প্রকাশ্যে বলছি। প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি। তৃণমূলের সবাই এখন সিবিআই এর চা খাচ্ছে। কারুর বাপের টাকায় ফ্ল্যাট কিনি নি। ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি। যেখানে ফ্ল্যাট কিনেছি, সেই হাউজিং সোসাইটির ও প্রধান। ইলেকট্রিক মিটারের নাম চেঞ্জ করার জন্য আমি কপি ওকে দিয়েছি। ওদের মতো চোর নাকি আমি? ধরা পড়ে গেলেই পার্থ আমাদের কেউ না? এটা আমাদের নীতি না। আমি চ্যালেঞ্জ করছি, দম থাকলে সিআইডি দিয়ে তদন্ত করাক। 

2/6

জঙ্গলমহলে চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়

জঙ্গলমহলে চপ ভাজলেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে ঝুঁকির কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। পেটের দায়ে যায়। কেন যাচ্ছে? কারণ এই সরকার কাউকে চাকরি দেয়না। চাকরি লুঠ হয়ে যায়। এখানকার আদিবাসীদের সঙ্গে উনি প্রতারণা করেছেন। ভোটের আগে বলেছিলেন এক হাজার করে টাকা দেব। ভোট মিটতেই বললেন টাকা নেই। আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করলাম। সারা বিশ্ব আমাদের দিকে তাকাচ্ছে। সেখানে ওনার গায়ের রং নিয়ে জাত নিয়ে রাজ্যের মন্ত্রী কি বললেন? অপমান করছে। হাসি তামাশা করছে। তাই আদিবাসী সমাজ আজ ওনার দিকে চোখ রেখে কথা বলছে। 

3/6

বীরবাহা নিয়ে বিজেপিকে ক্ষমা চাইতে হবে: অভিষেক

বীরবাহা নিয়ে বিজেপিকে ক্ষমা চাইতে হবে: অভিষেক

বীরবাহা প্রসঙ্গে তাঁর দাবি, কথা বলেছেন যে মন্ত্রী, তিনি কি ক্ষমা চেয়েছেন? মমতা দেশের মন্ত্রী থেকে রাজ্যপাল, এদের সম্পর্কে যা বলেছেন, তার জন্য ক্ষমা চেয়েছেন? অর্থাৎ উনি ওনার মন্ত্রীর করা মন্তব্যকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। বাংলার কালচার উনি নষ্ট করছেন। শুভেন্দু বীরবাহাকে নিয়ে কি বলেছেন আমি জানিনা। দল দেখবে। 

4/6

কাঁথির বাড়ির সামনে শুভেন্দুকে না পেয়ে শিশির অধিকারীকে কটূক্তি

কাঁথির বাড়ির সামনে শুভেন্দুকে না পেয়ে শিশির অধিকারীকে কটূক্তি

তিনি বলেন, এর আগেও কুনাল ঘোষ, অভিষেক ব্যানার্জি কি ভাষায় কথা বলে এসেছেন। শিশির বাবু শুভেন্দুর বাবা। সেটা অপরাধ? যে পার্টিকে উনি ওখানে দাঁড় করিয়েছেন, শক্তি দিয়েছেন, তার সম্পর্কে এই ভাষা? কারা বলছে? তার হাঁটুর বয়সি সব ছেলে। শিশির বাবু এখনও তৃণমূল কংগ্রেসের, বিজেপির না। তাহলে মমতাও তো কংগ্রেসকে ধোঁকা দিয়ে আলাদা দল করেছেন। তাকেও একই ভাষায় বলা উচিৎ। আসলে নন্দীগ্রামে শুভেন্দু ওনাকে হারিয়েছে, এটা ওনার হজম হচ্ছে না।

5/6

রাজ্যের টাকা ফেরাতে মোদীর পায়ে ধরার কথা

রাজ্যের টাকা ফেরাতে মোদীর পায়ে ধরার কথা

দিলীপ ঘোষ বলেন, পেটে টান ধরেছে। তাই পায়ে ধরার কথা। ধরুন না পায়ে। বাংলার মানুষের জন্য না হয় পা ধরলেন। 

6/6

জঙ্গলমহল বঞ্চিত

জঙ্গলমহল বঞ্চিত

দিলীপ ঘোষ বলেন, উনি কিছু করেননি। জঙ্গলমহলের মানুষ সেটা বুঝেছে। তাই বিগত নির্বাচনগুলিতে বিজেপিকে ভোট দিয়েছে। উত্তরবঙ্গের আদিবাসীরাও বিজেপিকে ভোট দিয়েছে। উনি মাঝে মাঝে যান এবং ওদের সঙ্গে নাচেন।