Durga Puja 2023: কালীপুজো করে তারপর দুর্গাপুজো! ৫১৪ বছরের আশ্চর্য শারদোৎসব...
Durga Puja 2023: কালীপুজোর মধ্য দিয়ে বৈকুণ্ঠপুর রাজবাড়ীর দুর্গা পুজো শুরু হয়। নিত্যপূজিতা মায়ের চক্ষুদান করে তবেই মৃন্ময়ী দুর্গামূর্তির চক্ষুদান করা হয়। ৫১৪ বছরের জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয় এভাবেই।
প্রদ্যুৎ দাস: কালীপুজোর মধ্য দিয়ে বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা পুজো শুরু হয়। নিত্যপূজিতা মায়ের চক্ষুদান করে তবেই মৃন্ময়ী দুর্গামূর্তির চক্ষুদান করা হয়। ৫১৪ বছরের জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয় এভাবেই।
এবছর মহালয়ার দিন শনিবার অমাবস্যায় রাজপরিবারের প্রথা অনুযায়ী পাঁঠাবলির মধ্য দিয়ে রাজপরিবারের সদস্য প্রণতকুমার বসু-সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতেই রাতে কালীপুজো হল। প্রণতকুমার জানান, মহালয়ার দিন সন্ধ্যায় কালীপুজোর আয়োজন হয়। মায়ের চক্ষুদানের মধ্য দিয়ে রাজবাড়ির দুর্গাপুজো শুরু।
1/7
কালিকাপুরাণমতে
2/7
মায়ের চক্ষুদান
photos
TRENDING NOW
3/7
রাজপুরোহিত
4/7
আনন্দমুখর
5/7
মহালয়া থেকেই দুর্গাপুজো শুরু
6/7
নতুন শাড়ি
7/7
আনন্দ
photos