Durga Puja 2023: মন-মন ঘি আর বেলকাঠে জ্বলে উঠল কৃষ্ণনগর রাজবাড়ির হোমকুণ্ড...

Durga Puja of Krishnagar Rajbari: রীতি অনুযায়ী মহালয়ার পরেই প্রতিপদের দিন থেকে কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর হোম জ্বলে উঠল।

| Oct 16, 2023, 20:22 PM IST

অনুপ দাস: রীতি অনুযায়ী মহালয়ার পরে প্রতিপদের দিন থেকেই কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর হোম জ্বলে উঠল। জ্যোতির্ময় হয়ে উঠল কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোর হোমকুণ্ড। 

1/7

কৃষ্ণচন্দ্র রায়

মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত এই কৃষ্ণনগর রাজবাড়ি। 

2/7

হোমের আগুন

এখানে একটি হোমের আগুন জ্বলে। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত। কয়েক কুইন্ট্যাল ঘি,বেলকাঠ-সহ নানা উপচারে এই যজ্ঞ শুরু হয়। 

3/7

পাটপুজোর মাধ্যমে

উল্টোরথের পরের দিন পাটপুজোর মাধ্যমে এখানে শুরু হয় প্রতিমানির্মাণের কাজ। 

4/7

বংশপরম্পরায়

রাজবাড়ির নাটমন্দিরে মূর্তি তৈরি হয় বংশপরম্পরায় স্থানীয় পালদের দ্বারা, সাধন পাল তৈরি করতেন।

5/7

রাজতোরণ

১৯৬৭ সালে তাঁর মৃত্যুর পর  থেকেই দেবী মূর্তির কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে দেবী দুর্গার সামনের দু’টি হাতই বড়, পিছনের আটটি হাত আকারে অপেক্ষাকৃত ছোট।   

6/7

যুদ্ধের বেশে সজ্জিতা

দেবীর গায়ে থাকে বর্ম। দেবী যুদ্ধের বেশে সজ্জিতা। 

7/7

সাবেক বাংলা চালা

দেবীর পিছনে অর্ধগোলাকৃতি সাবেক বাংলা চালা। তার একদিকে আঁকা দশাবতার, অন্য দিকে দশমহাবিদ্যা। মাঝে পঞ্চানন শিব। দেবীর বাহন সিংহ। সামনে ঝুলন্ত অভ্রধারা।