Home Image: 
এবার আর কারও কথা শুনতে চান না! বললেন অন্তঃসত্ত্বা করিনা কাপুর খান
Domain: 
Bengali
Home Title: 

এবার আর কারও কথা শুনতে চান না! বললেন অন্তঃসত্ত্বা করিনা কাপুর খান

English Title: 
During Taimur, I became huge & put on 25 kg; Don’t want to do it now : KareenA Kapoor Khan
Slide Photos: 

চিকিতসকের পরামর্শ মতো পুষ্টিখর খাবার দিয়েই নিজের ডায়েট এবার পূর্ণ রাখতে চান বলে জানান করিনা। পাশাপাশি এবার আর কারও কথা শুনে আলটপকা খাবার খেয়ে অতিরিক্ত ওজন বাড়াতে চান বলে স্পষ্ট জানিয়ে দেন করিনা কাপুর খান 

তৈমুরের জন্মের আগে যেভাবে তাঁর ওজন বেড়ে গিয়েছিল, এবার আর তা করতে চান না।  এবার শুধু শরীরের জন্য যেটুকু প্রযোজন, তাই খাবেন। নিজেকে কীভাবে সুস্থ রাখা যায় এবং পুষ্টিকর খাবার খাওয়া যায়, সেদিকেই খেয়াল রাখবেন বলে জানান করিনা। 

করিনার কথায়, তৈমুরের জন্মের আগে, যে যা বলেছেন তাই খেয়েছেন তিনি।  ঘিয়ে ভাজা পরোটা থেকে বেসনের লাড্ডু, কোনও কিছু বাদ পড়েনি তাঁর খাবারের তালিকা থেকে।  ফলে ওই সময় অতিরিক্ত ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছিলেন তিনি 

করোনা যখন গোটা বিশ্বজুড়ে থাবা বসিয়েছে, সেই সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন করিনা।  ফলে মহামারীর প্রকোপ থেকে রক্ষা পেতে নিয়ম মেনে চলেছেন করিনা।  শুধু তাই নয়, প্রথমবার যখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তখন যে যা বলেছেন, তিনি তাই করেছেন। দ্বিতীয়বারে আর সবার কথা শুনতে চান না বলে স্পষ্ট জানান বেবো 

দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান। সইফ আলি খানের পি আর টিমের তরফে সম্প্রতি খুশির খবর ঘোষণা করা হয়। করিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু বি টাউনের সেলেবরা। 

Publish Later: 
No
Publish At: 
Friday, September 4, 2020 - 14:19
Mobile Title: 
এবার আর কারও কথা শুনতে চান না! বললেন অন্তঃসত্ত্বা করিনা কাপুর খান
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Jayeeta Basu