Earhquake: ফের ভূমিকম্প! বঙ্গোপসাগরের গভীরে প্রবল কম্পন

Nov 07, 2023, 12:15 PM IST
1/7

বঙ্গোপসাগরে ভূমিকম্প

Earthquake in Bay of Bengal

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমের পর মঙ্গলেও ফের ভূমিকম্প। মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে শক্তিশালী কম্পন অনুভূত হয়।  

2/7

বঙ্গোপসাগরে ভূমিকম্প

Earthquake in Bay of Bengal

ভোর ৫.৩২ মিনিটে ভূমিকম্প হয়।  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে।   

3/7

বঙ্গোপসাগরে ভূমিকম্প

Earthquake in Bay of Bengal

রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বেশ খানিকটা দূরেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।  

4/7

বঙ্গোপসাগরে ভূমিকম্প

Earthquake in Bay of Bengal

ঘন ঘন ভূমিকম্প, বঙ্গোপসাগরের গভীরে ভূমিকম্প! ফিরে এসেছে সুনামির আতঙ্ক।  

5/7

বঙ্গোপসাগরে ভূমিকম্প

Earthquake in Bay of Bengal

প্রসঙ্গত, শুক্রবার রাতেই নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫৩ জন।   

6/7

বঙ্গোপসাগরে ভূমিকম্প

Earthquake in Bay of Bengal

কম্পন অনুভূত হয় উত্তর ভারতের একাধিক জায়গাতেও। দিল্লি-এনসিআর সহ উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও হরিয়ানায় জোর ঝটকা লাগে ভূমিকম্পের।  

7/7

বঙ্গোপসাগরে ভূমিকম্প

Earthquake in Bay of Bengal

এমনকি ভূকম্পন টের পাওয়া যায় কলকাতা ও বাংলার একাধিক জেলাতেও। এরপর গতকালও নেপালে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়।