East Bengal Signs Raphael Messi Bouli: মরসুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলে 'মেসি'! রইল চিন মাতিয়ে আসা তারকার পুরো বায়োডেটা...
East Bengal Signs Raphael Messi Bouli: মরসুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মেসি
1/5
আইএসএলে ইস্টবেঙ্গল এখন কত নম্বরে?
এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের ১৩ দলীয় লড়াইয়ে ইস্টবেঙ্গলের অবস্থান ১০ নম্বরে। মরসুমে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে যাওয়া দলকে বারবার লড়াই থেকে ছিটকে দিয়েছে চোট-আঘাত। তবুও ফুটবলার সই করিয়ে চলেছে ইস্টবেঙ্গল। ভেনেজুয়েলার জাতীয় দলের ফরোয়ার্ড রিচার্ড সেলিসের পর এবার ইস্টবেঙ্গল সই করাল ক্যামেরুনের জাতীয় দলের ফরোয়ার্ড রাফায়েল মেসি বোউলিকে। মরসুমের শেষ পর্যন্ত তিনি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হল। মেসিকে নেওয়ার বিষয়ে যে জল্পনা চলছিল তা সত্যি হল।
2/5
মেসিকে দলে নিয়ে কী বললেন হেড কোচ অস্কার
photos
TRENDING NOW
3/5
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে মেসি কী বললেন
4/5
রাফায়েল মেসি বোউলির বিশেষত্ব
গোল করার ক্ষমতাই আলাদা করে মেসিকে। ৫ মরসুম পর ভারতে ফিরে এলেন তিনি। ২০১৯-২০ সালে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে ৮ গোল করেছেন। মেসি তাঁর দেশ ক্যামেরুনের হয়ে এফএপি ইয়াউন্দে, ক্যানন ইয়াউন্দে এবং এপিইজেএস-এ খেলেছেন। পার্সিয়ান গাল্ফ প্রো লিগে ফুলাদ এফসি-তে খেলার পাশাপাশি চিনের ইয়ানবিয়ান ফান্ডে, হেইলংজিয়াং আইস সিটি, লিয়াওনিং টিরেন এফসি, নানজিং সিটি এবং শিজিয়াঝুয়াং গংফুতে খেলেছেন। ১৭৩টি ক্লাব ম্যাচে ৬৯টি গোল করেছেন মেসি।
5/5
শিজিয়াঝুয়াং গংফুতে মেসি
photos