1/7
শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল
![শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল Cholesterol is harmful to the body](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/30/342250-chs-milk-three.jpg)
নিজস্ব সাংবাদদাতা: উচ্চ রক্তচাপ, ওবেসিটি তো বটেই, কোলেস্টেরলের হাত ধরে হার্টেও বাসা বাঁধতে পারে নানা অসুখ এমনটাই মত চিকিৎসকদের। খারাপ কোলেস্টেরল শরীরের জন্য অনেকটা ক্ষতিকর। চিকৎসকদের মতে, সুস্থ সবল মানুষের রক্তে কোলেস্টেরলের মাত্রা হওয়া উচিত প্রতি ডেসিলিটারে ১৬০ মিলিগ্রামেরও কম। কোলেস্টেরল এক ধরনের চর্বি। এটি কয়েক ধরনের হয়ে থাকে ট্রাইগ্লিসারাইড, এলডিএল, এইচডিএল এবং টোটাল কোলেস্টরল। শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল। শুধু অতিরিক্ত ওজন হয়, রোগারাও কোলেস্টেরলের শিকার হতে পারে বলে মত চিকিৎসকদের।
2/7
HDL কোলেস্টেরল হার্টের স্বাস্থ্যের জন্য ভালো
![HDL কোলেস্টেরল হার্টের স্বাস্থ্যের জন্য ভালো HDL cholesterol is good for heart health](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/30/342249-chs-milk-five.jpg)
photos
TRENDING NOW
3/7
শিঙারা, পাকোড়া এবং ভুজিয়া সম্পর্কে চিকিৎসকেদের মত
![শিঙারা, পাকোড়া এবং ভুজিয়া সম্পর্কে চিকিৎসকেদের মত Like doctors about horns, pakoras and bhujia](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/30/342248-chs-milk-four.jpg)
4/7
HDL -এ বেশি মাত্রায় প্রোটিন এবং কম চর্বি থাকে
![HDL -এ বেশি মাত্রায় প্রোটিন এবং কম চর্বি থাকে HDL is high in protein and low in fat](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/30/342247-chs-milk-two.jpg)
5/7
কোলেস্টেরল দুটি জিনিস দিয়ে তৈরি, ফ্যাট-প্রোটিন
![কোলেস্টেরল দুটি জিনিস দিয়ে তৈরি, ফ্যাট-প্রোটিন Cholesterol is made up of two things, fat-protein](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/30/342246-chs-milk-six.jpg)
6/7
যে কোনও অবস্থাতেই প্যাকেজ যুক্ত খাবার এড়িয়ে যাওয়া উচিত
![যে কোনও অবস্থাতেই প্যাকেজ যুক্ত খাবার এড়িয়ে যাওয়া উচিত Packaged foods should be avoided in any case](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/30/342245-chs-milk-seven.jpg)
7/7
প্যাকেজযুক্ত খাবার এড়িয়ে যাওয়া উচিত
![প্যাকেজযুক্ত খাবার এড়িয়ে যাওয়া উচিত Packaged foods should be avoided](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/08/30/342244-chs-milk-eight.jpg)
photos