Assembly Election: আজ ভোটের দিন ঘোষণা নির্বাচন কমিশনের!

Oct 09, 2023, 10:44 AM IST
1/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ভোটের দিন ঘোষণা। দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন।  

2/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন।  

3/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা- এই ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন।  

4/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

২০১৩-এর ডিসেম্বর থেকে ২০২৪-এর জানুয়ারির মধ্যে এই ৫ রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হবে।  

5/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

তাই মেয়াদ শেষের ৬ থেকে ৮ সপ্তাহ আগেই ভোটের দিন ঘোষণা করবে কমিশন।  

6/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৪-এর লোকসভা ভোটের আগে শক্তি পরীক্ষার অ্যাসিড টেস্ট হতে চলেছে বিজেপি, কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক শক্তিগুলির কাছে।   

7/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

এই ৫ রাজ্যের মধ্যে কংগ্রেস ক্ষমতায় আছে রাজস্থান ও ছত্তিশগড়ে। বিজেপির সরকার মধ্যপ্রদেশে।   

8/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

কেসিআর-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি ক্ষমতায় আছে তেলাঙ্গানায়। আর মিজোরামে রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্টের সরকার।  

9/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বেরের প্রথম সপ্তাহের মধ্যে হতে পারে নির্বাচন।  

10/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

২০১৮-র মত রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম ও তেলেঙ্গানায় একদফাতেই ভোট হতে পারে। ছত্তিশগড়ে ভোট হতে পারে দু-দফায়।   

11/11

নির্বাচনের দিন ঘোষণা!

EC to announce Assembly Election dates

৫ রাজ্যে ভোটগ্রহণ ভিন্ন ভিন্ন দিনে হলেও, ভোটগণনা সব রাজ্যেই একদিনে হবে।