মোদীর সভার পর পরিবেশ ধ্বংসের অভিযোগে গাইঘাটায় এফআইআর তৃণমূলের

Feb 03, 2019, 17:41 PM IST
1/7

মৌমিতা চক্রবর্তী: ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভার পরই জমে উঠেছে রাজনৈতিক লড়াই। বালুরঘাট ও রায়গঞ্জে যোগী আদিত্যনাথের হেলিকপ্টার অবতরণের অনুমতি দেয়নি প্রশাসন। এবার মুকুল রায় ও শান্তনু ঠাকুরের নামে এফআইআর দায়ের করল তৃণমূল। 

2/7

শনিবার ঠাকুরনগরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সভার জন্য তৈরি করা হয়েছিল হেলিপ্যাড।

3/7

পরিবেশ ধ্বংস করা হয়েছে এই অভিযোগে গাইঘাটা থানায় মুকুল রায় ও শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তৃণমূল।  

4/7

তৃণমূলের দাবি, হেলিপ্যাড তৈরি করতে প্রচুর গাছ কাটা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ৩০-৪০টি প্রাচীন গাছ কাটা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসল। 

5/7

মুকুল রায় ও সভার উদ্যোক্তা শান্তনু ঠাকুর-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তৃণমূল। 

6/7

জি ২৪ ঘণ্টা ডিজিটালকে তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানান, দরকার হলে পরিবেশ আদালতে যাবে দল। পরিবেশের ক্ষতি মেনে নেওয়া যায় না। 

7/7

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়,''চারদিকে সবুজ বাঁচাও ডাক দেওয়া হচ্ছে। পরিবেশের মর্ম বোঝেন সকলে। অথচ প্রধানমন্ত্রী আসবেন বলে গাছ কেটে ফেলা হল। কী কারণে কোনও অনুমতি ছাড়া কাটা হল! বিজেপি নেতা শান্তনু ঠাকুর ও মুকুল রায় ও মুকুলের সাগরেদের নামে এফআইআর করেছেন সাধারণ মানুষ। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষও মামলা করেছেন। দরকারে পরিবেশ আদালতে যাব। প্রধানমন্ত্রী যেখানে যাবেন গাছ কেটে ফেলা হবে। এটা তো জঙ্গলের চিন্তাধারা''।