অভিষেকের হেঁসেলে তৈরি হচ্ছে ৫হাজার মানুষের রান্না, বাড়ি খাবার পৌঁছল বিজ্ঞান মঞ্চও

মূলত এই খাবার পেতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে একটি  নাম্বারে ফোন করতে হবে আর সেই মোতাবেক খাওয়ার পৌঁছে যাবে। মূলত একবেলাই দেওয়া হবে খাবার।

Apr 12, 2020, 19:54 PM IST

মূলত এই খাবার পেতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে একটি  নাম্বারে ফোন করতে হবে আর সেই মোতাবেক খাওয়ার পৌঁছে যাবে। মূলত একবেলাই দেওয়া হবে খাবার।

1/4

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৪০ হাজার মানুষের জন্য বাড়িতে রান্না খাবার পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। আর সেই মতন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার ১ নম্বর ব্লকের রবীন্দ্রভবনে  ৫০০০ মানুষের খাবার রান্না করা হয়।

2/4

মূলত এই খাবার পেতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে একটি  নাম্বারে ফোন করতে হবে আর সেই মোতাবেক খাওয়ার পৌঁছে যাবে। মূলত একবেলাই দেওয়া হবে খাবার।

3/4

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হেদুয়া কেন্দ্র প্রতি দিন সমাজের প্রান্তিক মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করছে। সহযোগিতায় থাকছে উত্তর কলকাতা উদয়ের পথের সভ্যরা। এ ছাড়াও ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ খাদ্য সামগ্রী, স্যানিটাইজার. মাস্ক বিলি করছে।

4/4

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ  এসএসকেএম হাসপাতালে. দমকল কর্মচারীদের হাতে মাস্ক, স্যানিটাইজার, লিফলেট তুলে দেয়। তুলে দেন চিকিত্সক. দীপ্তেন্দ্র কে সরকার।  সহযোগিতায়  ছিলেন ওয়েস্টবেঙ্গল ভেটেরিনারিঅ্যাসোসিয়েশন।.