করোনায় আক্রান্ত তুরস্কের কিংবদন্তি গোলরক্ষক রুস্তু

Mar 30, 2020, 16:56 PM IST
1/5

মারুন ভাইরাস করোনায় এবার আক্রান্ত হলেন তুরস্কের প্রাক্তন গোলরক্ষক রুস্তু।

2/5

 ২০০২ বিশ্বকাপে ফুটবল বিশ্বের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তুরস্কের এই গোলকিপার। সেবার বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করেছিল তুরস্ক।  

3/5

বিশ্বকাপের দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ২০০৩ সালে বার্সেলোনা রুস্তুকে দলে নেয়। ২০১২ সালে ফুটবলকে বিদায় জানান ৪৬ বছর বয়সী গোলরক্ষক।  

4/5

করোনায় আক্রান্ত রুস্তু ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন।

5/5

রুস্তু মারণ ভাইরাসে আক্রান্ত, ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন তাঁর স্ত্রী ইসিল।