Home Image: 
বাংলার অধিনায়কের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
Domain: 
Bengali
Section: 
Home Title: 

বাংলার অধিনায়কের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি

English Title: 
Four dacoits in bengal team's capttain avimanyu ishwaran's house
Slide Photos: 
অভিমন্যুর বাড়িতে ডাকাতি

বাংলার পরবর্তী তারকা বলা হচ্ছে অভিন্যুকে। বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলের সঙ্গে রয়েছেন তরুণ ক্রিকেটার ঈশ্বরণ। তাঁর পরিবারের পক্ষ থেকে পুলিসের কাছে অভিযোগ জানানো হয়েছে।

অভিমন্যুর বাড়িতে ডাকাতি

অভিমন্যুর বাবা জানিয়েছেন, দেরাদুনে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা এর আগে তাঁরা শোনেননি। তাদের লোকালয়ে এমন ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন তিনি। 

অভিমন্যুর বাড়িতে ডাকাতি

অভিমন্যুর বাবা আরপি ঈশ্বরণ জানিয়েছেন, ঘণ্টা দেড়েক ধরে বাড়িতে তাণ্ডব চালায় ডাকাতের দল। চার লক্ষ টাকা নগদ ও বেশ কিছু সোনার গয়না, দামি ঘড়ি নিয়ে পালায় ডাকাতরা। 

অভিমন্যুর বাড়িতে ডাকাতি

রাত আটটা নাগাদ চারজনের ডাকাত দল অভিমন্যুর দেরাদুনের বাড়িতে ঢোকে। দারোয়ানের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁরা ঘরে ঢুকে পড়ে। এর পর বেশ কিছুক্ষণ ধরে ঘর তছনছ করে ডাকাতরা। 

অভিমন্যুর বাড়িতে ডাকাতি

নতুন মরশুমে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের বাড়িত দুঃসাহসিক ডাকাতি। চারজনের ডাকাত দল তাঁর বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকা ও সোনার গয়ননা নিয়ে চম্পট দেয়।

Publish Later: 
No
Publish At: 
Wednesday, September 25, 2019 - 16:47
Mobile Title: 
বাংলার অধিনায়কের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি
Facebook Instant Gallery Article: 
No