উদ্বেগজনক হারে দেশে বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত, ঝাড়খন্ডেও H3N2-র সংক্রমণ

Mar 20, 2023, 12:15 PM IST
1/6

দেশে উদ্বেগজনক কোভিড ও H3N2-র সংক্রমণ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০-এর গন্ডি ছাড়িয়েছে। ১২৯ দিন পর গত ২৪ ঘণ্টায় দেশে ফের করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০৭১ জন। 

2/6

দেশে উদ্বেগজনক কোভিড ও H3N2-র সংক্রমণ

এরফলে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৯১৫ জন। একইসঙ্গে নতুন করে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন করোনায়। রাজস্থান, মহারাষ্ট্র ও কেরালায় একজন করে প্রাণ হারিয়েছেন।

3/6

দেশে উদ্বেগজনক কোভিড ও H3N2-র সংক্রমণ

শুধু করোনার সংক্রমণ-ই উদ্বেগ বাড়িয়েছে তা-ই নয়, দেশে বাড়বাড়ন্ত H3N2 ভাইরাসের সংক্রমণও। এমনকি H3N2 ভাইরাসের সংক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দেশে ইতিমধ্যেই ৯ জন প্রাণ হারিয়েছে এই ভাইরাসের সংক্রমণে ফ্লু-য়ের ফলে। 

4/6

দেশে উদ্বেগজনক কোভিড ও H3N2-র সংক্রমণ

ইতিমধ্যেই দেশে ১১ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঝাড়খন্ডেও এই ভাইরাসে প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্ত ৪ বছরের একটি মেয়ে। ঝাড়খন্ডে মোট ২ জন আক্রান্ত এই ভাইরাসে। গুরগাঁওতেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। 

5/6

দেশে উদ্বেগজনক কোভিড ও H3N2-র সংক্রমণ

শিশুদের পাশাপাশি বয়স্করাও ভীষণভাবে আক্রান্ত হচ্ছে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। জ্বর, সর্দি, কাশি, সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে অনেককেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। 

6/6

দেশে উদ্বেগজনক কোভিড ও H3N2-র সংক্রমণ

এমনকি কাউকে কাউকে আইসিইউ-তে পর্যন্ত দিতে হচ্ছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে।