FSSAI-এর নির্দেশ, সর্ষের তেলে এবার থেকে আর কোনও তেল মেশানো যাবে না

Sep 25, 2020, 14:34 PM IST
1/5

সর্ষের তেলে ভেজাল রুখতে বদ্ধপরিকর FSSAI. জানিয়ে দেওয়া হল, এবার থেকে সর্ষের তেলে আর কোনও ভোজ্য তেল মেশানো যাবে না। 

2/5

সর্ষের তেলের দাম বেড়েছে সম্প্রতি। দাম নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীরা সর্ষের তেলে অন্য কোনও ভোজ্য তেল মেশাতে পারে বলে আশঙ্কা করছিল FSSAI. তাই এমন নির্দেশিকা জারি করা হয়েছে। 

3/5

এতদিন পর্যন্ত নিয়ম ছিল, সর্ষের তেলে সর্বাধিক ২০ শতাংশ পর্যন্ত অন্য ভোজ্য তেল মেশানো যাবে। কিন্তু এবার থেকে নিয়ম বদলে যাচ্ছে। ১লা অক্টোবর থেকে গ্রাহকরা বিশুদ্ধ সর্ষের তেল পাবেন।

4/5

সর্ষের তেলের গুণগত মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করেন, সর্ষের তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে বিক্রি করা হয়। আর তাই সর্ষের তেলের গুনগত মান খতিয়ে দেখতে মাঠে নামে FSSAI.

5/5

দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরগুলি থেকে ৫০ টি করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছিল FSSAI. ছোট শহরগুলি থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছিল।