Fuel Price: ইতিমধ্যেই ছুঁয়েছে সর্বোচ্চ দাম, আরও দামী হতে চলেছে পেট্রোল-ডিজেল!
Oct 25, 2021, 13:13 PM IST
1/6
আম জনতার নাভিশ্বাস তুলে রেকর্ড ছুঁয়েছে পেট্রোল-ডিজেলের দাম। টানা পাঁচ দিন ধরে দামী হয়েছে জ্বালানী। তার পরেও বাড়তে পারে জ্বালানীর দাম।
2/6
পাঁচ দিন দাম বাড়ার পর দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে ১০৭.৫৯ টাকা প্রতি লিটার। রাজধানীতে লিটার পিছু ডিজেল বিক্রি হচ্ছে ৯৬.৩২ টাকা প্রতি লিটার।
photos
TRENDING NOW
3/6
মুম্বইয়ে এমনিতেই পেট্রোলের দাম বেশি থাকে। বাণিজ্য নগরীতে বর্তমানে পেট্রোলের দাম প্রতি লিটার ১১৩.৪৭ টাকা। ডিজেলের দাম ১০৪.৪৭ টাকা প্রতি লিটার।
4/6
অন্যদিকে, কলকাতায় লিটারপিছু পেট্রোলের দাম ১০৮.১১ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৯৯.৪৩ টাকা প্রতি লিটার।
5/6
এদিকে, আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বর্তমান ব্যারেলপিছু তেলের দাম তিন বছরে রেকর্ড ভেঙে দাঁড়িয়েছে ৮৫.৫ ডলার। ফলে আশঙ্কা করা হচ্ছে পেট্রোল-ডিজেলের দাম ফের বাড়তে পারে।
6/6
গত সোম ও মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়েনি। তার পর থেকে পাঁচ দিন ধরে বেড়েছে পেট্রোলের দাম। পাশাপাশি গত ৩০ দিনের মধ্যে ২৪ দিন ক্রমাগত বেড়েছে ডিজেলের দাম।