৮০৭ রান, ৪৬ ছক্কা! মুড়ি-মুড়কির মতো রান উঠল বিশ্বরেকর্ডের ম্যাচে

| Feb 28, 2019, 14:21 PM IST
1/5

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

দুই দল মিলিয়ে তুলল ৮০৭ রান। সব মিলিয়ে হল ৪৬টি ছক্কা। মুড়িমুড়কির মতো রান উঠল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট জর্জ মাঠে।

2/5

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

ওয়ান-ডে ক্রিকেটে বিশ্বরেকর্ড। এর আগে কখনও এক ম্যাচে ৪৬টি ছক্কা হয়নি। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬ উইকেটে তোলে ৪১৮। যার মধ্যে ছিল ২৪টি ছক্কা। উল্লেখ্য, গত সপ্তাহেই এক ম্যাচে ২৩টি ছক্কার রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন সেই রেকর্ড টপকাল ইংল্যান্ড। 

3/5

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

ইয়ন মরগ্যান ১০৩ করলেন।জোস বাটলার করলেন ১৫০ রান। মাত্র ২০ ওভার ২ বলে ২০৪ রানের জুটি খেলেন দুজনে।

4/5

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন গেইল। একটা সময় মনে হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজে হাসতে হাসতে জিতে যাবে। গেইল ৯৭ বলে ১৬২ রান করেন। ১৪টি ছক্কা ও ১১টি বাউন্ডারির সৌজন্যে।

5/5

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

গেইল ঝড় ম্লান, জিতল ইংল্যান্ড

শেষ চার ওভারে ওয়েস্ট  ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল ৩৮ রান। কিন্তু ইংল্যান্ডের আদিল রশিদ ৪৮তম ওভারে ৪টি উইকেট তুলে নেন। ৩৮৯ রানে শেষ হয় ক্যারিবিয় ইনিংস।