দায়িত্ব নিয়েছিলেন হাজার শিশুর! ২১৯ জনের প্রাণ বাঁচালেন মেসুট ওজিল

Dec 26, 2019, 14:04 PM IST
1/5

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

সারা বিশ্বে এক হাজার শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেটা শুধু তাঁর মুখের কথা ছিল না। বাস্তবেই কাজ শুরু করেছেন জার্মান ফুটবল তারকা মেসুট ওজিল। 

2/5

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

সেই হাজার শিশুর মধ্যে ২১৯ জন শিশুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘বিগ শো চ্যারিটি’ নামের একটি সংস্থার মাধ্যমেই এতগুলি বাচ্চার অস্ত্রোপচার হয়েছে। 

3/5

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

ওজিল একটি টুইটে লিখেছেন, ''২১৯ জন বাচ্চার অপারেশন হয়েছে। এখনও অনেকটা দূর পথ চলা বাকি। ২০১৯ সালের জুন মাসে বিয়ের সময় আমি এবং আমার স্ত্রী বিশ্বের এক হাজার অভাবী এবং অসুস্থ শিশুর জীবন বদলে দেওয়া অপারেশনের ব্যয় বহন করব বলে জানিয়েছিলাম। আমরা আমাদের কথা রাখার চেষ্টা করছি।''

4/5

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

ওজিলের পূর্বপুরুষরা থাকতেন তুরস্কে। সেই দেশে এখনও দুঃস্থ শিশুদের অর্থ সাহায্য করেন ওজিল। কিছুদিন আগে তুরস্কের রাজধানী আঙ্কারার কয়েকজন ক্ষুধার্ত শিশু ওজিলকে ‘থ্যাঙ্ক ইউ’ ম্যাসেজ পাঠিয়েছিল।

5/5

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

২১৯ শিশুর অস্ত্রোপচার করালেন ওজিল

তুরস্কের ডেভরেকে উদীয়মান ফুটবলারদের জন্য পাঁচতলা বিশিষ্ট একটি ফুটবল একাডেমি নির্মাণ করেছেন ওজিল। তাঁর উদার মনোভাবের আরও অনেক উদাহরণ রয়েছে।