Rented Boyfriends: ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়েই সুখের জীবন! তরুণীদের এই সিদ্ধান্তের পিছনে কারণটা কী?

Rent-A-Boyfriend: এই বয়ফ্রেন্ডরা সবরকম দক্ষতাপূর্ণ। যেমন- রান্না করা, গান করা, এবং সামাজিক আচরণের সমস্ত গুণ আছে।  

Dec 06, 2024, 13:24 PM IST
1/6

ভাড়াটে প্রেমিক

Boys In Demand

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ের জন্য পারিবারিক চাপে নাজেহাল তরুণীরা। এই চাপ মোকাবিলা করার জন্য এক অস্বাভাবিক পথ বেছে নিয়েছে ভিয়েতনামের তরুণীরা।   

2/6

ভাড়াটে প্রেমিক

Boys In Demand

জানা গিয়েছে, পরিবারকে শান্ত রাখার জন্য তারা 'ভাড়া করা বয়ফ্রেন্ড'এর পরিকল্পনা ধারণা করেছে। 

3/6

ভাড়াটে প্রেমিক

Boys In Demand

যেসব তরুণীরা সিঙ্গেল এবং পরিবারিক অনুষ্ঠানে গিয়ে আত্মীয়দের একটাই প্রশ্নের মুখোমুখি 'বিয়ে কবে করবি'? এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এই পথ বেছে নিয়েছেন তরুণীরা।

4/6

ভাড়াটে প্রেমিক

Boys In Demand

এই ট্রেন্ডটি হল অল্প সময়ের জন্য তরুণীরা বয়ফ্রেন্ড হিসাবে থাকার জন্য একটি ছেলেকে নিয়োগ করে থাকে। এই বয়ফ্রেন্ডরা সবরকম দক্ষতাপূর্ণ। যেমন- রান্না করা, গান করা, এবং সামাজিক আচরণের সমস্ত গুণ আছে।  

5/6

ভাড়াটে প্রেমিক

Boys In Demand

এই ভাড়া করা বয়ফ্রেন্ডদের কাজ হল পরিবারের মন জয় করা এবং বিয়ে সম্পর্কে কথোপকথন সহজ করা। জানা গিয়েছে,অনেক তরুণীরা পারিবারিক চাপ সহ্য করতে না পেরে এই পথ বেছে নেন।

6/6

ভাড়াটে প্রেমিক

Boys In Demand

এই ট্রেন্ড শুধু ভিয়েতনামের তরুণীদের জন্য উপকারী নয়। সেখানকার বহু ছেলেদের আয়ের উত্‍স।