বেড়াতে যাবেন? ভ্রমণনীতিতে বদলে গেল করোনা পরীক্ষার নিয়ম

Jul 19, 2021, 10:49 AM IST
1/6

 নিজস্ব প্রতিবেদন: RTPCR নয় এবার RAPID TEST করলেই হবে। শৈল শহর দার্জিলিং কিংবা সমুদ্র সকত যেখানেই পর্যটকরা যাচ্ছে তাঁদের করতে হবে RAPID TEST। 

2/6

রীতিমত কড়াকড়িভাবে নজর রাখা হচ্ছে পর্যটকদের উপর। তবে এবার কোভিড নেগেটিভ রিপোর্ট দেখানোর জন্য  RTPCR-র জায়গায় RAPID TEST করলেই হবে।

3/6

পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই মূলত এই উদ্যোগ। সেই কারণেই নিয়মে শিথিলতা আনল সরকার। 

4/6

RTPCR-র খরচ বেশি। তাই অনেক পর্যটকই ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। তাই  পর্যটন শিল্পে ফের সমস্যা শুরু হতে পারে। মূলত, সেই সমস্যা এড়াতেই এবং গতি আনতে এমন সিদ্ধান্ত।

5/6

 মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদী এই নির্দেশিকা জারি করেছেন।  

6/6