Gold Price: কমল সোনার দাম, দীপাবলির আগে খুশির ছোঁয়া ক্রেতাদের মনে

দামের পতনের খুশি ক্রেতারা।

Oct 21, 2021, 14:33 PM IST

ভারতে আজ সোনার দাম প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা কমেছে। টানা তিন দিনে সোনার দাম কমেছে এবং প্রতি ১০০ গ্রামে ৫,৯০০ টাকা দাম কমেছে। সোনার দামে হঠাৎ পতনের ফলে এই বছর দীপাবলি এবং ধনতেরাসের আগে সাধারণ ক্রেতাদের মধ্যে উচ্ছাস চোখে পরার মত।

1/6

কম দামি সোনা

gold price drops

আজ সোনার দাম প্রতি ১০০ গ্রামে ১০০ টাকা কমেছে। প্রতি ১০০ গ্রামে ৫,৯০০ টাকা দাম কমেছে।

2/6

উচ্ছ্বসিত ক্রেতারা

happy buyers

বৃহস্পতিবার ফিউচার ট্রেডে সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪৭,৫৫৪ টাকা প্রতি ১০ গ্রাম।

3/6

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বাড়ল দাম

multi commodity exchange price

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, সোনা ০.১২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রাম ৪৭,৫৫৪ টাকা দরে লেনদেন হয়েছে।

4/6

আন্তরজাতিক বাজারে দাম বাড়ল সোনার

price increase in international market

আন্তরজাতিক বাজারে দাম বাড়ল সোনার। স্পট গোল্ড ০.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৭৮৪.৯৬ মার্কিন ডলার প্রতি আউন্স হয়েছে।

5/6

মুম্বইয়ের দাম

price in mumbai

মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬,৪৮০ টাকা। দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬,৬১০ টাকা।  

6/6

কলকাতায় দাম

Price in kolkata

কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬,৯০০ টাকা।