Gold Price Today: পুজোর মুখে বড় ধাক্কা! একলাফে অনেকটা দাম বাড়ল সোনার

কলকাতায় কত হল দাম? জানুন

Oct 02, 2021, 11:41 AM IST

সোনায় বিনিয়োগ করবেন? তার আগে জেনে নিন দাম

 

1/6

লাফিয়ে বাড়ল সোনার দাম

Gold Price Increased by Leaps and Bounds

নিজস্ব প্রতিবেদন: Gold Price Today পুজোর মুখে জ্বালানির দামের পর এবার বাড়ল সোনার দামও (Gold Price Hike)। একধাক্কায় অনেকটা বাড়ল দাম। এমসিএক্স সূচকে বিগত ট্রেড প্রতি ১০ গ্রামে ৪২ হাজার ২০০ টাকায় ক্লোজ হয়েছে। এদিকে শনিবার বাজার খুলতেই  চড়চড়িয়ে দাম বেড়েছে সোনার।  শনিবার ১০০ গ্রামে  সাড়ে ৩ হাজার টাকা বেড়েছে দাম। কলকাতাসহ (kolkata Gold Price) দেশের অন্যান্য শহরে জেনে নিন দাম।

2/6

দেশে সোনার দাম

Gold Price in India

সার্বিকভাবে দেশে সোনার দামে উর্ধ্বমুখী ট্রেন্ড লক্ষণীয়। শনিবার গোটা দেশে গড়ে ২৪ ক্য়ারাট সোনার দর প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ৪৭০ টাকা। ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ৪৭০ টাকা। অক্টোবরের শুরুতেই উৎসবের মরসুমে যা সত্যিই সোনা ক্রেতাদের জন্য খারাপ খবর।  

3/6

কলকাতায় সোনার দাম

Gold Price in Kolkata

বুধবার কলকাতাতে (Gold Price in Kolkata)  লাফিয়ে দাম বেড়েছে সোনার। এদিন শহরে ২২ ক্য়ারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪ হাজার ৭৫০ টাকা। শুক্রবারের তুলনায় ৪৫০ টাকা বেড়েছে দাম। হলমার্কযুক্ত ২২ ক্যারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ৪০০ টাকা। মঙ্গলবারের তুলনায় ৪০০ টাকা বেড়েছে দাম। কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি দশ গ্রামে ৪৭ হাজার ১৫০ টাকা। এক ধাক্কায় সাড়ে চারশো টাকা দাম বেড়েছে গতকালের তুলনায়।

4/6

দেশের বিভিন্ন শহরে সোনার দাম

Gold Price in Cities

একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরে (Gold Price in Cities) ১০ গ্রাম সোনার দাম। চেন্নাাইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৮৭০ টাকা। ২৪ ক্যারাটে ৪৭ হাজার ৮৬০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৪৮০ টাকা ও ২৪ ক্যারাটে ৪৬ হাজার ৪৮০ টাকা।

5/6

রাজধানীতে সোনার দাম

Gold Price in Delhi

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৫৫০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ৪৯ হাজার ৭১০ টাকা। বেঙ্গালুরু ও হায়দ্রাবাদেও ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৫০০ টাকা ও ২৪ ক্য়ারাটের দাম ৪৭ হাজার ৪৬০ টাকা। 

6/6

দাম বাড়ল রুপোরও

Silver Price also increased

সোনার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোর। শনিবার এক ধাক্কায় ১০০০ টাকা বাড়ল দাম। কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম ৫৯ হাজার ৯০০ টাকা। খুচরো রুপোর দাম কেজি প্রতি ৬০ হাজার টাকা।