Gold Price Today: শুক্রবার আরও কিছুটা সস্তা সোনা, কলকাতায় কত হল দাম? জানুন

সোনার দামে নিম্নমুখী ট্রেন্ড

Sep 24, 2021, 11:47 AM IST

বৃহস্পতিবারের পর আজ ফের কিছুটা সস্তা হল সোনা। শুক্রবারও কমল দাম। আন্তর্জাতিক বাজারেও দাম কমেছে হলুদ ধাতুর। কলকাতাসহ দেশের অন্যান্য শহরে জেনে নিন দাম।

1/7

আজ ফের কিছুটা সস্তা হল সোনা

Gold Gets Cheaper on friday

নিজস্ব প্রতিবেদন: Gold Price Today বৃহস্পতিবারের পর আজ ফের কিছুটা সস্তা হল সোনা (Gold Cheaper)। উৎসবের মরসুমে যা সত্যিই সুখবর। এমসিএক্স সূচকে (Multi Commodity Exchange) সোনার দামে নিম্নমুখী ট্রেন্ড বজায় রয়েছে। শুক্রবারও কমল দাম। আন্তর্জাতিক বাজারেও দাম কমেছে হলুদ ধাতুর। কলকাতাসহ দেশের অন্যান্য শহরে জেনে নিন দাম।

2/7

MCX Index এ সোনার দামে পতন

Gold Price drops in MCX index

শুক্রবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ভারতে গোল্ড ফিউচারের (Gold Future) ট্রেড ১.২৮ শতাংশ পতন হয়েছে। এমসিএক্স ওয়েবসাইটেও সেই পতন লক্ষণীয়। সংবাদসংস্থা পিটিআই অনুযায়ী, এমসিএক্স সূচকে সোনার দর প্রতি দশ গ্রামে ৪৬ হাজার ৭৫ টাকা।

3/7

ভারতে সোনার দাম কত?

Gold Price in India

ভারতে সোনার দর (Gold Price in India) প্রতি ১০ গ্রামে ১০ টাকা কমেছে। চলতি সপ্তাহের দামের ট্রেন্ডেও সবচেয়ে কম দাম লক্ষ্য করা গেছে শুক্রবার। এদিন ২৪ ক্যারাট (24 karat) পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩০০ টাকা। গতকালের ট্রেডের তুলনায় ৬০ টাকা কম। ২২ ক্যারাট (22 karat) সোনার প্রতি ১০ গ্রামে দাম ৪৫ হাজার ৩০০ টাকা।

4/7

কলকাতাতে সোনার দাম কত?

Gold Price in kolkata

শুক্রবার কলকাতাতেও (Gold Price in Kolkata) কিছুটা দাম কমেছে সোনার। এদিন শহরে ২২ ক্য়ারাট গহনা সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৫ হাজার ৯০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১০ চাকা কমেছে দাম।  কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার দাম প্রতি দশ গ্রামে ৪৮ হাজার ৬০০ টাকা। 

5/7

বিভিন্ন বড় শহরে সোনার দাম

Gold Price in big cities

একনজরে দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন বড় শহরে (Gold Price in Cities) ১০ গ্রাম সোনার দাম। চেন্নাাইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ৫৭০ টাকা। ২৪ ক্যারাটে ৪৭ হাজার ৫৩০ টাকা। মুম্বইতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ২৯০ টাকা ও ২৪ ক্যারাটে ৪৬ হাজার ২৯০ টাকা।   

6/7

দিল্লিতে সোনার দাম

Gold Price in Delhi

রাজধানী দিল্লিতে ২২ ক্যারাট সোনার দাম ৪৫ হাজার ৭৪০ টাকা। ২৪ ক্যারাট সোনার দাম ৪৯ হাজার ৮৯০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারাট সোনার দাম ৪৩ হাজার ২০০ টাকা ও ২৪ ক্য়ারাটের দাম ৪৭ হাজার ১৩০ টাকা। 

7/7

সোনার দামে হেরফের

Gold Price Differs in Cities

সাধারণত সোনা আমদানি, পোতাশ্রয়ের সুবিধা, পরিবহন খরচ, শুল্ক ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন শহরে সোনার দামে হেরফের হয়। দাম কমেছে রুপো ও প্ল্য়াটিনামেরও ।  প্রসঙ্গত, গত বছর অগাস্টে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকায় পৌঁছে গিয়েছিল। বর্তমানে রেকর্ড দামের থেকে প্রায় ৯,০০০ টাকা কম রয়েছে সোনার দাম।