Gold Rate Today: বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম!আচমকা কুলীন হলুদ ধাতু...

Gold, silver rate today: সোনার দামে বিরাট বদল। গয়নার সোনার দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। এক ঝটকায় বাড়ল সোনার দাম। লাফিয়ে বেড়েছে রুপোর দামও।

Feb 19, 2025, 18:32 PM IST
1/5

সোনার দাম

Gold Price Hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেড়েই চলেছে সোনার দাম। মূল্যবান ধাতুর দাম আবারও ঊর্ধ্বমুখী। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামই প্রায় লাখ ছুঁইছুঁই। 

2/5

সোনার দাম

Gold Price Hike

কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৯,৭১০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৬,৯৬০ টাকা। 

3/5

সোনার দাম

Gold Price Hike

দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭৯,৮৬০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮৭,১১০ টাকা। 

4/5

সোনার দাম

Gold Price Hike

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। জানুয়ারি মাসেও সোনার দামে ওঠানামা করেছিল। তার আগে, অগাস্ট, সেপ্টেম্বর মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল।

5/5

সোনার দাম

Gold Price Hike

প্রসঙ্গত, ২২ ক্যারাট সোনা দিয়েই তৈরি হয় গয়না। আর ১৮ ক্যারাটের সোনার ব্যবহার হয় মূলত হিরে বা পাথর সেটিংয়ের গয়না তৈরিতে। যত বেশি খাদ, তত কম ক্যারাট।  প্রতিদিনই ওঠানামা করে সোনার দর।