Gold Rate: ভারতে সোনার দাম সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে

সোনার দান বেড়ে যাওয়ায় ক্রেতারা কোউ বাজেট কমাচ্ছে, কেউ আবার পুরোনো গয়না ভাঙছেন। কাউকে সন্তুষ্ট থাকতে হচ্ছে হালকা গয়না কিনেই। এমন চলতে থাকলে বেশ কিছু ছোট-মাঝারি দোকান বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।  

May 04, 2023, 19:20 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউএস ফেডারেল রিজার্ভ নির্দেশ দিয়েছে যে সুদের হারে আর কোন বৃদ্ধি হবে না তাই বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করার দিকে ঝুঁকছে।

2/6

সোনার দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা কেউ বাজেট কমাচ্ছেন, কেউ আবার পুরোনো গয়না ভাঙছেন। কাউকে সন্তুষ্ট থাকতে হচ্ছে হালকা গয়না কিনেই। এমন চলতে থাকলে বেশ কিছু ছোট-মাঝারি দোকান বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

3/6

পৃথিবীর সবচেয়ে বেশি সোনা ব্যবহৃত হয় ভারতে। বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সেখানকার মানুষ সোনার গয়না উপহার দেন। কিন্তু এভাবে দাম বাড়তে থাকায় ক্রেতাদের মাথায় হাত, বিশেষত বিয়ের ভরা মৌসুমে গয়না কিনতে হবে যাঁদের। ব্যবসায়ীরাও আতঙ্কিত।  

4/6

ব্যবসায়ীরা বলছেন, বিয়ের কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারাও বিপাকে পরেছে। অনেকেই পরিকল্পনামতো গয়না কিনতে পারছেন না।  

5/6

দেশের রাজধানীতে, ২২-ক্যারেট এবং ২৪-ক্যারেট হলুদ ধাতুর দাম যথাক্রমে ৫৭১৫০ টাকা এবং ৬২৩৩০ টাকা।  

6/6

বৃহস্পতিবার,হায়দরাবাদ সোনার হার ০.৮৭ শতাংশের বেশি বেড়েছে। ২২-ক্যারাট এবং ২৪-ক্যারাট সোনা বর্তমান দাম যথাক্রমে ৫৭০০০ এবং ৬২১৮০ টাকা।