Gold Price Today: কমছে ৫০, বাড়ছে ৫ হাজার! সোনা লজ্জা দিচ্ছে শেয়ারবাজারকে

Gold Price Today: সোনার দামই আকাশছোঁয়া। আজ একধাক্কায় ৫৪০০ টাকা বাড়ল সোনার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

Apr 19, 2024, 14:42 PM IST
1/5

সোনার দাম

Gold Rates Today

ভোট আবহে এমনিই উত্তপ্ত পরিস্থিতি। তার মধ্যে মধ্যবিত্তের মাথায় বাজ পড়ার মতো সোনার দাম। সোনার দামই আকাশছোঁয়া। আজ একধাক্কায় ৫৪০০ টাকা বাড়ল সোনার দাম। তবে অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

2/5

সোনার দাম

Gold Rates Today

১৯ এপ্রিল ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৮১৫ টাকা। ১৮ এপ্রিলের তুলনায় ৫০ টাকা দাম বেড়েছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৪ হাজার ৩৪০ টাকা। 

3/5

সোনার দাম

Gold Rates Today

বিশ্লেষকদের মতে, প্রধানত ইরান-ইজরায়েল সংঘর্ষের কারণে পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনের কারণে হলুদ ধাতুর দাম বেড়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে সোনার দাম আরও বাড়তে পারে।

4/5

সোনার দাম

Gold Rates Today

১৮ এপ্রিল বৃহস্পতিবার কলকাতায় হলমার্ক গয়নার সোনার দাম ছিল, ২২ ক্যারাট ১ গ্রাম ৭১০০ টাকা, খুচরো পাকা সোনা ২২ ক্যারাট ১ গ্রাম ৭৪৭০ টাকা , পাকা সোনার বাঁট ২৪ ক্যারাট ১ গ্রাম ৭৪৩৬ টাকা। 

5/5

সোনার দাম

Gold Rates Today

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, গত বছরের তুলনায় লোকসভা নির্বাচনের বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চাহিদা হ্রাস পেয়েছে। গত চারটি লোকসভা নির্বাচনের সময় (এপ্রিল থেকে জুন) সোনার ব্যবহার কমেছে। সোনার গয়নার চাহিদাও কমে।