Home Image: 
জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প
Domain: 
Bengali
Home Title: 

জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

English Title: 
Happy birthday Shreya Ghoshal: Shreya Ghoshal and Shiladitya Mukhopadhyaya's love story in pictures
Slide Photos: 
জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

বিয়ের পর মা ও দিদার সঙ্গে শ্রেয়া। শ্রেয়া ও শিলাদিত্যা আপাতত থাকেন  সান্তাক্রুজের ফ্ল্যাটে। 

জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

শ্রেয়া ও শিলাদিত্যের বিয়েতে হাজির ছিলেন দুই পরিবারের সদস্যরা, আর ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব। বলিউডের আদব-কায়দা মেনে নয়, এক্কেবারে ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাঙালি মতেই বিয়ে হয় শ্রেয়ার। বিয়ের পর মধুচন্দ্রিমায় ইউরোপে গিয়েছিলেন দুজনে।

জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

দীর্ঘদিন প্রেম করলেও কোনওদিনই নিজেদের প্রেমকাহিনি নিয়ে প্রকাশ্যে খোলসা করেননি শ্রেয়া। (ছবি সৌজন্য :ইনস্টাগ্রাম)

জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

শিলাদিত্য মুখোপাধ্যায় রেজিল্যান্ট টেক’-এর প্রতিষ্ঠাতা। হিপক্যাস্ক আর পয়েন্টেশেলফ্ বলে দু’টো অ্যাপ তৈরির কোম্পানির সঙ্গেও যুক্ত শিলাদিত্য। (ছবি সৌজন্য :ইনস্টাগ্রাম)

জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

শ্রেয়ার হাবি শিলাদিত্য মুখোপাধ্যায়। পেশায় ব্যবসায়ী, মুম্বইয়ের বাসিন্দা। শিলাদিত্যের সঙ্গে শ্রেয়ার আলাপ তাঁদের স্কুলের রিইউনিয়নে। প্রথম দেখাতেই তাঁদের প্রেম হয়ে বলে নিজের ইনস্টা পোস্টে নিজেই লিখেছেন শ্রেয়া। (ছবি সৌজন্য :ইনস্টাগ্রাম)

জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে নারাজ শ্রেয়া। টানা ১০ বছর প্রেম করার পর  শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে শ্রেয়া ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হলে তখন প্রকাশ্যে আসে শ্রেয়া ও শিলাদিত্যের প্রেম কাহিনি। (ছবি সৌজন্য :ইনস্টাগ্রাম)

জন্মদিনে শ্রেয়া, দেখুন শ্রেয়া ও শিলাদিত্যর ভালোবাসার গল্প

১২ মার্চ, সোমবার নিজের ৩৪ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। মাত্র ৪ বছর বয়স থেকেই সঙ্গীতে হাতেখড়ি হয় শ্রেয়ার। (ছবি সৌজন্য :ইনস্টাগ্রাম)