Harry Potter in MahaKumbh | Prayagraj: মহাকুম্ভে হ্যারি পটার? উপন্যাসের পাতা থেকে উড়ে এসে প্রয়াগরাজে জাদুকর...

Harry Potter in MahaKumbh in Prayagraj: হ্য়ারি পটারই কি গল্পের পাতা থেকে উড়ে এসে বসলেন প্রয়াগরাজের মহাকুম্ভে? কে জানে?

| Jan 21, 2025, 19:07 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেবারে অবিকল হ্যারি পটার! হ্যাঁ, মহাকুম্ভে এক ব্যক্তিকে এমনই দেখতে। দেখলে যেন মনে হয়, হ্যারি পটারকেই দেখছি! হ্য়ারি পটারই কি গল্পের পাতা থেকে উড়ে এসে বসলেন প্রয়াগরাজের মহাকুম্ভে? কে জানে?

 

1/6

ইনস্টাগ্রামে ভাইরাল

এই জাতীয় একটি ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। অনেকেই সেটা দেখে কনফিউজ হয়ে গিয়েছেন।

2/6

প্রসাদভক্ষণ হ্য়ারির

মাথায় একটু অবিন্যস্ত চুল, মুখে খোঁচা-খোঁচা দাড়ি। দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে, হ্যারি পটার শালপাতার থালা থেকে কিছু খাচ্ছেন! সত্যি?

3/6

নভেল থেকে সিনেমা

জে কে রাউলিংয়ের সৃষ্টি হ্য়ারি পটার! পর পর কয়েকটি উপন্য়াসে এর কাহিনি লিপিবদ্ধ করেন তিনি। পরে যা ছবিও হয়।

4/6

ড্যানিয়েল ব়্যাডক্লিফ

হ্যারি পটার অবশ্য চরিত্রটির নাম! এই চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ব়্যাডক্লিফ। হ্যারি পটার সিরিজের পরে তিনি ঘরে-ঘরে পরিচিত হন।

5/6

প্রসাদ কা আনন্দ

হ্যারি পটার ওরফে ড্যানিয়েল ব়্যাডক্লিফের ওই ছবির নীচে বহুজন বহু মন্তব্য করেছেন! একজন তাঁর প্রসাদ খাওয়ার দৃশ্যে লেখেন, 'হ্যারি পটার প্রসাদ কা আনন্দ লেতে হুয়ে'! আর একজন লেখেন, 'ইসনে খানা বারবাদ নাহি কিয়া'!  

6/6

মহাকুম্ভে বিখ্যাতজন!

মহাকুম্ভে হ্যারি পটার ওরফে ড্যানিয়েল ব়্যাডক্লিফ আসতেই পারেন। অসংখ্য সাধারণ মানুষ, ভক্ত, সন্ন্যাসী, যোগীজনের পাশাপাশি বহু বিখ্যাত ব্যক্তিত্বও আসেন এ ধরনের সম্মিলনে। ফলে হ্যারির আসার মধ্যে সে অর্থে কোনও বিস্ময় নেই!